ভাইরাল ভিডিও

বাংলার ইউটিউবারদের পাল্লা দিতে এসে গিয়েছেন ভুবন বাদ্যকর! অতি অল্প দিনে ‘সিলভার প্লে বাটন’ জিতে তাক লাগিয়ে দিলেন ‘ইউটিউবার’ বাদাম কাকু

বেশ কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনদের সামনে উঠে এসেছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার রচনা করা ‘কাঁচা বাদাম’ গানটি মন জয় করে নিয়েছিল নেট দুনিয়ার বাসিন্দাদের। এরপর আর ঘুরে তাকাতে হয়নি তাকে।

বরং বীরভূম থেকে সোজা মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। নিজের পরবর্তী গান রেকর্ড করার জন্য। পাশাপাশি একই সময় বাংলাদেশের ভাইরাল গায়ক হিরো আলমের সঙ্গেও জুটি বেঁধে নতুন গান গাইতে দেখা গিয়েছিল তাকে। এবার আরো একটি নতুন পালক যুক্ত হয়েছে ভুবন বাদ্যকরের মুকুটে। জানা গিয়েছে অতি অল্প দিনের মধ্যেই ইউটিউবে তার সাবস্ক্রাইব সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে। যে কারণে ইউটিউবের নিয়ম অনুসারে ইতিমধ্যেই সিলভার প্লে বাটন জিতে নিতে সক্ষম হয়েছেন তিনি।

বলাই বাহুল্য এ দিন এই নতুন উপহার হাতে তার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে বেশ অবাক হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। কারণ এত অল্প দিনের মধ্যে তিনি যে এই স্বীকৃতি লাভ করতে সক্ষম হবেন সে কথা অবিশ্বাসযোগ্য লেগেছে অনেকের কাছেই। তবে এদিন তার সাফল্যে দারুন খুশি হয়েছেন তার অনুগামীরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানিয়েছেন এভাবেই মাটিতে পা রেখে কাজ করে যাওয়া উচিত তাদের প্রিয় বাদাম কাকুর।

Related Articles

Back to top button