বাড়ি তো নয় রাজবাড়ি! কুঁড়ে ঘর থেকে আজ লক্ষ লক্ষ টাকার বাড়ি ভুবন বাদ্যকরের! অন্দরসজ্জার অভিনবত্ব দেখলে মাথা ঘুরে যাবে!

আজ যে ফকির কাল সে রাজা! ভাগ্যের চাকা কখন কার কীভাবে ঘোরে কেউ বলতে পারে না! ঠিক যেমন রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিলো বাদামকাকু ভুবন বাদ্যকরের। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি, তার গাওয়া গান ‘বাদাম, বাদাম, কাঁচা বাদাম’ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর তারপর এই গানের জন্য টেলিভিশন মঞ্চ থেকে শুরু করে বিদেশের মাটিতে পর্যন্ত পাড়ি দিতে হয়েছিলো তাকে। বিখ্যাত হওয়ার পর বাড়ি বানিয়েছেন তিনি, চোখ ধাঁধানো তার সেই বাড়ি দেখলে রীতিমত অবাক হতে হয়!
বিখ্যাত হওয়ার আগে তিনি যখন রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করতেন তখন তিনি খড়ের চালের কাঁচা একটি বাড়িতে থাকতেন। সেই বাড়ির অবস্থা এতটাই করুন ছিলো যে, একটু ঝড় বৃষ্টি হলেই সে বাড়িতে টেকা দায় হয়ে উঠতো। সপরিবারে কোনরকমে মাথা গুঁজে থাকতেন সেই বাড়িতে। বাড়ির অবস্থা খারাপ হলেও তার কাছে টাকা ছিলো না যে, তিনি সেই বাড়ি মেরামত করেন। কিন্তু কারোর সারা জীবন একই রকম যায়না, ভাগ্য বদল হয়েছে ভুবন বাদ্যকরের, হাতে টাকা আসতেই তাই তিনি নতুন বাড়ি বানিয়েছেন তিনি।
তার আগের কাঁচা বাড়ির পাশেই বর্তমানে নতুন একটি পাকা বাড়ি বানাচ্ছেন তিনি। লাখ লাখ টাকা খরচ করছেন সেই বাড়ি বানাতে। একতলার সেই বাড়িতে দুটি ঘর, রান্নাঘর ও শৌচাগারের সাথে একটি সুন্দর বারান্দাও রয়েছে। বাদাম কাকুর বাড়ির ভিতরের দিক সাজিয়ে দেওয়ার জন্য নিজে থেকে এগিয়ে এসেছিলেন একজন ইন্টেরিয়ার ডিজাইনার। তার পরিকল্পনামাফিক বাদাম কাকু যা বানিয়েছেন তাকে বাড়ি কম অট্টালিকা বলা চলে বেশি।
আরও পড়ুন: বিকিনি পরতে গেলে ভালো ফিগারও থাকতে হয়! সমুদ্র বিচে বিকিনি পরে কটাক্ষের শিকার মিশমি!
এই বাড়িটি দেখলেই বোঝা যায় আধুনিকতার সাথে সাবেকিয়ানার যোগ ঘটেছে এই বাড়িতে। পুরো বাড়িটাকে মার্বেল পাথরে মুড়ে ফেলা হয়েছে, বাড়িতে বসানো হয়েছে ফলস সিলিং, সেখানে রাধে রাধে লেখা। বাড়ির দেওয়ালে ভুবন বাদ্যকরের ছবি আঁকা। স্বাভাবিকভাবেই একসময় খুব কষ্টে দিনযাপন করা বাদাম কাকু এই নতুন বাড়ি নিয়ে ভীষণ খুশি হয়েছেন।
নতুন বাড়ির অন্দরসজ্জা করতেই তিন থেকে চার লাখ টাকা খরচ করতে হয়েছে ভুবন বাদ্যকরকে। এখনো বাড়ির প্লাস্টারের কাজ বাকি , বাড়ির রং করাও বাকি রয়েছে। আপাতত বৃষ্টি বাদলার জন্য তাদের বাড়ির সকলে মিলে নতুন বাড়িতে থাকলেও পরে তার দাদারা পুরনো মাটির বাড়িতে গিয়েই থাকবেন আর স্ত্রীকে নিয়ে নতুন অট্টালিকায় থাকবেন ভুবন বাদ্যকর। নতুন বাড়িটি বানাতে এখন ও অবধি তার ছয় লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান ভুবন বাদ্যকর। নতুন বাড়ি প্রসঙ্গে বাদাম কাকু বলেছেন, সবার আশীর্বাদেই আজ এই বাড়ি তৈরি করতে পেরেছেন তিনি।