ভাইরাল ভিডিও

সুপারহিট গায়ক হয়েও গান গাওয়া ছেড়ে ট্রেনের গার্ড হলেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর?

কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকরকে এখন সকলেই ‘বাদাম কাকু’ নামে চেনেন। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর পঞ্চায়েতের মধ্যে রয়েছে কুড়ালজুড়ি গ্রাম। ছোট্ট এই গ্রামের মানুষটিই তার গাওয়া বাদাম গানের জন্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলেন এরপর তিনিও বিখ্যাত হলেন আর বিখ্যাত হয়ে উঠল তার গ্রামের নাম‌ও। বাদাম কাকুর গাওয়া গান পছন্দ হয়েছিল নেটিজেনদের, ব্যস মুহুর্তের মধ্যে‌ই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সেই গান সোশ্যাল মিডিয়ায়, “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম”। আট থেকে আশি সকলের মুখে মুখে ঘুরতে ঘুরতে দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়ে তার গান, সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন: সলমনকে জঘন্য অভিনেতা আর শাহরুখকে প্রিয় অভিনেতা বলেছিলেন করিনা, কী ঘটেছিল তারপর?

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে গিয়েছিলেন তিনি, এরপর বীরভূমের বাদাম কাকু বাংলা টেলিভিশন চ্যানেলে এসে জনপ্রিয়তা পেয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে দাদাগিরির মঞ্চে একসাথে দেখা গিয়েছিল তাকে, কিছুদিন আগে টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ এর সাথে স্মার্টজোড়ির মঞ্চেও দেখা যায় ভুবন বাদ্যকর এবং তার স্ত্রীকে। গেমসের সঞ্চালক ভুবন বাধ্য করে স্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম ভুবন তাকে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো উপহার কি দিয়েছেন যার উত্তরে তাঁর স্ত্রী জানান চুমু। এরপর জিতের দাবি মেনে টেলিভিশন মঞ্চে‌ই নিজের স্ত্রীকে চুম্বন করে দেখিয়েছিলেন বাদাম কাকু। বাংলা টেলিভিশন মঞ্চে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি গানের জন্য ভুবন বাদ্যকরকে পাড়ি দিতে হয়েছিল মুম্বাইতেও।

তার গান জনপ্রিয় হ‌ওয়ার পর মানুষের তাকে দেখবার আগ্রহ বেড়ে যায়। তার বাড়ির সামনে ভিড় করেন অসংখ্য মানুষ শুধু তাকে এক ঝলক দেখবার জন্য। বিখ্যাত হওয়ার পর তিনি ঘোষণা করেন যে তিনি আর বাদাম বিক্রি করবেন না। এইবার তাকে দেখা গেল বাদাম বেচা ছেড়ে ট্রেনের গার্ড হিসেবে। ভাবছেন তো গান গাইতে গাইতে ভাইরাল হ‌ওয়া অবধি বুঝলাম, কিন্তু ট্রেনের গার্ড কি করে হলেন বাদাম কাকু?

আরও পড়ুন: টলিউড ছেড়ে এবার বলিউডে প্রিয়াঙ্কা ভট্টাচার্য

আসল ঘটনাটি আসলে অন্য। ট্রেনের গার্ড লোকটি ভুবন বাদ্যকর নয়, তবে তার মুখের সাথে ভুবনবাদ্যকরের অসম্ভব মিল আছে। সেই সাদৃশ্য লক্ষ্য করে সকলে তাকে ভুবন বাদ্যকর ভাবছেন তার হাসিও অনেকটা ভুবন বাবুর মতই। তাই নেটিজেনরা তাকেই বাদাম কাকু ভেবে ভুল করেছেন। ডেলি ট্রাভেল হ্যাক নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি রীতিমত ছড়িয়ে পড়েছে।

Related Articles

Back to top button