বাদাম কাকুর স্বপ্ন পূরণ হলো অবশেষে! আনন্দে আত্মহারা ভুবন কাকু

মনে আছে সেই বাদাম কাকুকে? আট থেকে আশি যাঁর গানের নেশায় এককথায় মজেছিলেন। মুখে মুখে আজও শোনা যায় যাঁর গান, সেই বাদাম কাকু। হয়তো সময়ের সাথে সাথে স্মৃতি কিছুটা ফ্যাকাশে হতে বসেছে অনেকে মনে, তবে এটাই তো নিয়ম, সময়ের পরিবর্তনে অনেক জিনিসই আমরা আস্তে আস্তে মন থেকে সরিয়ে ফেলতে থাকি কিন্তু এই বাদাম কাকুই একসময় একেবারে গান দিয়ে মাতিয়ে তুলেছিলেন সোশ্যাল মিডিয়া। বীরভূমের কুড়ালজুড়ির সেই ছাপোষা বাদাম বিক্রেতা, ভুবন বাদ্যকর , নিজের ব্যবসায় একটু বেশি লাভের মুখ দেখতে বেঁধেছিলেন গান। গান আবার তাঁর সেই বাদামকে ঘিরেই।
নিজের একটি ভাঙ্গা মোটর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেই দিনের শেষে যা জুটত তাই দিয়েই চলত সংসার। হঠাৎ সোশ্যাল মিডিয়া বদলে দিলো মানুষটার জীবন। বিখ্যাত গান,” বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম।” রাতারাতি ভাইরাল করে একেবারে সোশ্যাল মিডিয়ার সেনসেশন বানিয়ে দিয়েছিল ভুবন বাদ্যকরকে। শুধুই কি রাজ্যের মধ্যে নাকি , প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও একের পর এক ইউটিউবার ছুটে এসেছিল এমনকি বিদেশে পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল সেই গান। তবে ভুবন কাকু একসময় পুলিশের দারস্থ হয়েছিলেন, সবাই তাঁর বাড়িতে গিয়ে ভিডিওটির বানালেও তাতে তাঁকে কেউ টাকা দিচ্ছেনা। তারপর অবশ্য একটি সংস্থার তরফে ভুবন কাকুকে দিয়ে গান করিয়ে টাকা পর্যন্ত দেওয়া হয়েছে।
বেশ ভালই চলছিল তবে এবার কাঁচা বাদাম কাকুর আরও একটি স্বপ্ন পূরণ হলো। সেই ভিডিওই সামনে এসেছে। কিছুদিন আগেই দেখানো হয়েছিল স্টার জলসার বিখ্যাত রিয়েলিটি শো যা সুপারস্টার জিৎ সঞ্চালনা করে থাকেন ,’ইস্মার্ট জোড়ি।’ ‘ইস্মার্ট জোড়ির মঞ্চেই স্ত্রী আদরীকে সাথে নিয়ে মজা, ভালোবাসার গল্প, আড্ডায় দেখা গিয়েছিল বাদাম কাকুকে। এমনকি তাঁদের মঞ্চে আবার নতুন করে বিয়ে পর্যন্ত দিয়েছিলেন সঞ্চালক জিৎ।
আরও পড়ুন: বিগবির সাথে দ্বিতীয়বার অভিনয় করার সুযোগ পেলেন খরকুটোর পটকা! অম্বরীশ জানালেন নিজের অভিজ্ঞতা
তবে এবার শো শেষে স্ত্রী ও নাতনিকে সাথে সাথে ট্যাক্সি চেপে কলকাতা শহর ঘুরে দেখলেন বাদাম কাকু। ভিডিওতে বলতে শোনা গেলো, তাঁর স্ত্রী ও নাতনি কখনও কলকাতা শহর এর আগে দেখেনি তাই খুব ইচ্ছে ছিল, এবার সেই ইচ্ছেই পুরন হলো। ট্যাক্সি তে চেপে একের পর এক জায়গায় ঘুরেছেন, সাথে খাওয়া দাওয়া করেছেন বাদাম কাকু। স্টার জলসার পক্ষ থেকে এই ভিডিওটি সামনে এসেছে। বাদাম কাকুর স্বপ্ন পূরণ দেখে খুশি নেটিজেনরা।