ভাইরাল ভিডিও

“কাঁচা বাদাম” খ্যাত ভুবন বাদ্যকরকে নিয়ে খিল্লি নেটপাড়ায়, “এত ভুলভাল হিন্দি! বাংলায় ফিরে এসো বাবা” – ভুবন বাদ্যকরের নতুন ইউটিউব ভিডিও নিয়ে হল খিল্লির রোল

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয় না এমন ঘটনা খুব কমই আছে। অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনায় আজ ভাইরাল। কখনো অদ্ভুত সব ঘটনার ছবি আবার কখনো গান। সে অদ্ভুত গানের মধ্যে একটি হল “কাঁচা বাদাম”। ভুবন বাধ্যকরের এই গানের জন্য বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের কথা এখন সবাই জানেন। স্টেজ শো থেকে শুরু করে মিউজিক ভিডিও পর্যন্ত বানিয়েছেন তিনি। তাঁর নাম ছড়িয়েছে দেশের বিভিন্ন রাজ্যে।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ব্যক্তিদের মানুষই কিছুদিনের জন্য মনে রেখে তারপর ভুলে যান। সেই কারণেই এবার ভুবন বাধ্যকর খুলে নিলেন নিজের একটি ইউটিউব চ্যানেল। “ভুবন বাদ্যকর অফিসিয়াল” নামের ইউটিউব চ্যানেলে আছেন লক্ষাধিক সাবস্ক্রাইবার। এখানে উঠেছে সমালোচনার ঝড়। কারণ ভুবন বাবুকে দেখা গিয়েছে ভুল হিন্দি বলতে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ভুবনবাবু তাঁর বাড়ির ছাদে প্রত্যেকদিন পাখিদের দানা দেন। এই সম্পূর্ণ বিষয়টি দেখাতে গিয়ে তিনি ভিডিওতে সম্পূর্ণ হিন্দিতে কথা বলেন। একটু উল্টোপাল্টা হিন্দিতে কথা বলায় নেটিজেনদের সমালোচনার শিকার হন তিনি। তার কারণ গ্রাম বাংলার একেবারে পাকা বাংলা গানে সেলিব্রেটি হওয়ার পর এখন তিনি ভুল হিন্দিতে কথা বলছেন। যদিও তাঁর চেষ্টাকে অনেকেই সমর্থন করেছেন। আবার অনেকে লিখেছেন, “এত ভুলভাল হিন্দি না বলে বাংলাতেই ফিরে এসো বাবা”। অন্যজন বলেছেন – “কাঁচা বাদাম বাংলায় আর ইউটিউব ভিডিও হচ্ছে হিন্দিতে”।

Related Articles

Back to top button