আর কাঁচা বাড়িতে মাথা গুঁজতে হবে না! এবার লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি হয়ে গেল ভুবনের নতুন অট্টালিকা! নিজের ইউটিউব চ্যানেলে নিজের স্বপ্নের বাড়ির অন্দরমহল ঘুরে দেখালেন কাঁচা বাদাম গানের প্রবক্তা ভুবন বাদ্যকর

আজ থেকে প্রায় এক বছর আগে রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করতে করতে তার গান ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিমেষেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন বীরভূম জেলার ভুবন বাদ্যকর। এরপর তো সোশ্যাল মিডিয়ার ক্ষমতা আমরা প্রত্যেকেই দেখেছি শুধুমাত্র দেশ নয় বিদেশেও ভুবন বাদ্যকরের গান পৌঁছে গিয়েছিল। এরপর সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি আসে জনপ্রিয়তা। তারপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। বিভিন্ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তিনি পেয়েছেন অফার। তাদের সাথে মিউজিক ভিডিওতে গান করেছেন। এছাড়াও বিভিন্ন স্টেজ শোতে ডাক পেয়েছেন ভুবন বাবু। তার কাঁচা বাদামের গানের তালে নেচে উঠেছিল গোটা দেশ। আর ইউটিউবে কাজ করার সাথে সাথে স্টেজ পারফরম্যান্স করে যেই সমস্ত টাকা রোজগার করেছিলেন তাই থেকেই তিনি বর্তমানে বানিয়ে নেন বিশাল বড় অট্টালিকা।
যেখানে এক বছর আগে পর্যন্ত তার এবং তার পরিবারের মাথা গোঁজার ঠাঁই ছিল না। মাথার উপরে ভাঙ্গা টিনের ছাদ ছিল সেখান থেকে আজ বড় অট্টালিকা বানিয়েছেন তিনি। শুধুমাত্র বাড়ি নয় নিজের টাকায় সেকেন্ড হ্যান্ড চারচাকা ও কিনেছেন ভুবন বাবু। সম্প্রতি কিছুদিন আগেই তার পাকা বাড়ির কাজ সমাপ্ত হয়েছে। এবারে নিজের সেই পাকা বাড়ি সকলকে ঘুরিয়ে দেখালেন ভুবন বাবু। তার বাড়ি দেখে তো প্রত্যেকে যেন হতবাক হয়ে গিয়েছেন।
ছোট্ট পাকা বাড়িতে রয়েছে দুটি ঘর, একটি রান্নাঘর, শৌচালয় এবং একটি সুন্দর সুসজ্জিত বারান্দা। পুরো বাড়িরটাকে মার্বেল পাথরের কাজ দিয়ে সাজিয়ে তুলেছেন ভুবন বাবু। মেঝেতে বসেছেন তার পছন্দের নীল রঙের মার্বেল। এছাড়াও এর উপর সুন্দর করে লিখেছেন রাধে রাধে। এমনকি বাড়ির একটি দেওয়ালে ভুবন বাবুর নিজস্ব আঁকা একটি ছবি রয়েছে। এখনো যদিও সম্পূর্ণ কাজ শেষ হয়নি ছাদের সিলিং এর কিছু কাজ রয়ে গিয়েছে। এছাড়াও ঘরদোর পুরোপুরি সাজানো হয়নি। ধীরে ধীরে সবটাই করবেন ভুবন বাবু। মোট ৬ লক্ষ টাকা খরচ করে নিজের এই স্বপ্নের বাড়িটি বানিয়েছেন তিনি।
ইতিমধ্যে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন ভুবনবাবু। সেখানে নিত্যদিন ভিডিও দিতে থাকেন তিনি। এছাড়াও তিনি কোথায় কবে কোন শো করছেন সেই সমস্ত কিছুর ভিডিওটি বলা হয়ে থাকেন। অন্য একজন ইউটিউবার ভিডিওগুলি বানাতে সাহায্য করেন তাকে। আর নিজের সেই ইউটিউব চ্যানেলে নিজের বাড়ির অন্দরমহল ঘুরে দেখালেন তিনি।