ভাইরাল ভিডিও

গানের পাশাপাশি দুর্দান্ত নাচ এবং অভিনয় করতে জানেন ভুবন বাদ্যকর, ভাইরাল হলো তার ভিডিও

সোশ্যাল মিডিয়া যে কি করে একটা মানুষের জীবন এক মুহূর্তে পাল্টে দিতে পারে তা আমরা রানু মন্ডল, ভুবন বাদ্যকর কে দেখলেই বুঝতে পারছি। যদিও রানু মন্ডল বর্তমানে নিজের জনপ্রিয়তা হারিয়েছে নিজের কারণেই। কিন্তু ভুবন বাদ্যকর গত এক বছর ধরে একই ভাবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া জুড়ে। গত এক বছরেও বাদাম কাকুর জনপ্রিয়তা এতটুকুও কমেনি। ভুবনবাবুর বাড়ি বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে। এদিক সেদিক ঘুরে বাদাম বিক্রি করাই ছিল ভুবন বাদ্যকরের পেশা এবং সেই বাদাম বিক্রি করার জন্যই তিনি একটি গান বেঁধেছিলেন। আর সেই গানই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবার পরেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে চারিদিকে।

আর বর্তমানে তার জনপ্রিয়তার জন্যই তিনি বিভিন্ন অনুষ্ঠানে, youtube চ্যানেলের তরফ থেকে অনুষ্ঠান করছেন। তার খ্যাদি যে শুধুমাত্র একটি এলাকাতে হয়েছিল তা নয় গোটা দেশ এমনকি দেশের বাইরেও তার বাদাম গান জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে ভুবনবাবুর চারিদিকে গান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে রোজগার করছেন।

নিজের লেখা এবং সুর করা বাদাম গান জনপ্রিয়তা পাওয়ার পরে আরো বেশ কয়েকটি গান তিনি নিজে লিখেছেন এবং সুর করেছেন। তবে গানের পাশাপাশি ভুবন বাবু যে দারুন নাচ ও করেন তা অনেকেরই অজানা। সম্প্রতি কিছুদিন আগেই ভুবন বাবুর ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আর সেই জন্য ইউটিউবে তরফ থেকে একটি সিলভার প্লে বাটন দেওয়া হয়েছে তাকে। আর সেই খুশিতেই ভুবন বাবু নতুন একটি গান বেঁধেছেন। সেইসঙ্গে নাচও করলেন দুর্দান্ত। যা দেখে অবাক গোটা নেটপাড়া।

তবে শুধুমাত্র নাচ এবং গানই নয় এর পাশাপাশি চুটিয়ে মিউজিক অ্যালবামগুলিতে অভিনয় করছেন ভুবন বাবু। তার পাশাপাশি সুযোগ পেয়েছেন যাত্রাপালায় অভিনয় করার। তার হাত ধরে বাংলার পুরনো সংস্কৃতিকে আবারও ফুটিয়ে তুলতে চেষ্টা করছে যাত্রাপালার দল। ইতিমধ্যেই ভুবন বাবুর আগামী দিনের যাত্রাপালার নতুন পোস্টার সামনে এসেছে।

Related Articles

Back to top button