ভাইরাল ভিডিও

ছাই থেকে কয়লা বানালেন বিহারের এই ব্যক্তি! চমৎকার অভিনব এই আবিষ্কার আলোড়ন ফেলেছে বৈজ্ঞানিক মহলে!

সৃষ্টি মাত্রই নতুন কিছু উপহার দেয় জগতকে। তবে কিছু কিছু সৃষ্টি হয় বিনাশক আর কিছু কিছু আবিষ্কার মানুষকে অবাক করে দেয়।‌ ঠিক যেমন কয়লা। কয়লা পুড়ে ছাই হয় তা আমরা সকলেই জানি কিন্তু কখনো কি শুনেছেন ছাই থেকে পুনরায় কয়লা হতে? হ্যাঁ এই অসম্ভবকেই সম্ভব করেছেন বিহারের একজন ব্যক্তি রামেশ্বর কুশ‌ওয়াহা। বিহারের পশ্চিম চম্পারনে বসবাসকারী রামেশ্বর এমনই এই আবিষ্কার সকলকে চমকে দিয়েছে।

কুন্দিলপুর পঞ্চায়েতের মাঞ্জারিয়া গ্রামের বাসিন্দা রামেশ্বরের বহুকালের প্রচেষ্টা এবার অনুমোদন করল সরকার। তার প্রচেষ্টা অনুমোদন করার পাশাপাশি ছাই থেকে তৈরি এই কয়লার পেটেন্ট ও তার নামেই করে দিয়েছে সরকার। কুন্দিলপুর PACS এর সভাপতি রামেশ্বরের চেষ্টা যে জনসাধারণের মুখে হাসি ফোটাবে সে কথা বলাই বাহুল্য। ছাই থেকে কয়লা এবং বিদ্যুৎ সৃষ্টি করার মতো অভিনব যুগান্তকারী আবিষ্কার এর ফলে বহু মানুষ উপকৃত হবে এবং তার এই আবিষ্কারের জন্য অল্প খরচে মানুষের ঘরে খাবার রান্না করা সহজ হবে। পাশাপাশি বিদ্যুৎ ও ক্ষুদ্র শিল্প স্থাপনেও তার এই আবিষ্কার সহায়তা করবে।

দীর্ঘ ৮ বছর ধরে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের পর এই আবিষ্কারের কাজে সফল হয়েছেন রামেশ্বর। নিজের গবেষণা সম্পর্কে রামেশ্বর বলেছেন,“ ধানের খড় আখের শুকনো পাতা মিশিয়ে তিনি তার এই কয়লা প্রস্তুত করেন এই কয়লার দাম অনেক কম হয় এবং এর ব্যবহারে দূষণ প্রায় নেই বললেই চলে। তাছাড়া এটি ব্যবহারের পর কোন ধরনের গন্ধ পাওয়া যায় না” রামেশ্বরের আবিস্কারের সবথেকে বড় বিষয়টি হলো, এই কয়লা থেকে নির্গত ছাই জমিতে সার হিসেবে‌ও ব্যবহার করা সম্ভব।

Related Articles

Back to top button