পরিণীতির পর এবার দীপিকা oops moment এর শিকার! একের পর এক বলি নায়িকাদের সাথে কেন পরপর এমনটা ঘটছে? প্রশ্ন তুলছেন নেটাগরিকরা!

কিছুদিন আগেই বেশ পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছিলো যেখানে দেখা যাচ্ছিল যে, খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া! ‘জাবারিয়া জোড়ি’ সিনেমার প্রোমোশনের সময় সকলের সামনে তিনি oops moment এর শিকার হয়েছিলেন। ডিপ নেক কাট সবুজ রঙের একটি ওয়ান পিস ড্রেস পরে ছবির প্রোমোশনে হাজির হওয়ার পর তার বুকের সামনেটা অনেকটা কাটা হওয়ায় তার বক্ষ যুগল বেরিয়ে চলে আসছিলো কোনভাবে সবটা সামলে নিলেও পুরো বিষয়টি ক্যামেরাতে ধরা পরে এবং তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী oops moment এর শিকার হয়েছেন আর সেই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বাজিরাও মস্তানি এইবার oops moment এর শিকার হয়েছেন। হ্যাঁ ঠিক ধরেছেন দীপিকা পাডুকোন তার শেষ অভিনীত ছবি ‘গেইরাইয়া’র প্রোমোশনের সময় একাধিক জায়গায় ইভেন্টে গিয়েছিলেন। সেরকমই একটি ইভেন্টে যোগ দিতে গিয়ে বিভ্রান্তিকর অবস্থার সম্মুখীন হন দীপিকা। এমনিতেই দীপিকার স্টাইল সবসময় চর্চিত হয়, যেভাবে তিনি স্টাইল মেন্টেন করেন তা তার অনুরাগীদের কাছে তাকে আইকনে পরিণত করেছে। এইবার দেখা গেল এই স্টাইলের জন্যই বিপাকে পড়লেন তিনি।
সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অতিরিক্ত স্টাইল দেখাতে গিয়ে oops moment এর শিকার হয়েছেন অভিনেত্রী। খোলামেলা পোশাক পরে জনসমক্ষে সবার সামনে আসার ফলে বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি আর তাকে এরকম একটি পরিস্থিতিতে পড়তে দেখে চক্ষুচড়কগাছ হয়ে গিয়েছে সকলের! ‘গেইরাইয়া’ ছবির প্রোমোশনের সময় দীপিকা কমলা রঙের একটি বডি হাগিং পোশাক পরে গিয়েছিলেন, সেটাই তার জন্য ভুল হয়ে দাঁড়ায়!
আরও পড়ুন: রোজ নতুন নতুন পুরুষের সাথে সঙ্গমের ফলে দেহে পোকা হয়ে বেদনাদায়ক মৃত্যু হয় সুন্দরী এই অভিনেত্রীর!
এই পোশাকের উপরের অংশ এতটাই কাটা ছিল যে দীপিকার স্তনের বেশ কিছুটা অংশ অনাবৃত হয়ে পড়ে, আরেকটু হলে শরীরের গোপনাঙ্গ তার প্রায় বেরিয়েই চলে আসছিলো। কোনমতে সেই মুহূর্তে সবটা সামলে নেন দীপিকা, তবে ক্যামেরার ঝলক থেমে থাকেনি, দৃশ্য বন্দি হয়ে যায় সেই মুহূর্ত আর তারপরে ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত উল্লেখ্য দীপিকার এই ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল।‘গেইরাইয়া’তে দীপিকা ছাড়াও অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও ধৈর্য কারওয়া। এই ছবিতে সিদ্ধান্তের সাথে দীপিকার একটি অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যও ছিল যা রীতিমতো চর্চিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।