রূপোলী ট্রান্সপারেন্ট পোশাকে নোরা যেন জলপরীর মতো উঠে এলো রাস্তায়! দেখুন নোরা ফাতেহির সেই পাগল করা ভিডিও

বলি ডিভা নোরা ফাতেহীকে সম্প্রতি ‘Dance Deewane 3’ এর বিচারকের আসনে দেখা গেলেও এই বছরে তাকে ইন্দ্র কুমারের পরিচালিত ‘Thank God’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। নাচ ও ফ্যাশন এই দুটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলিকুইন নোরার আরো একটি দিক ভীষণভাবে চর্চিত হয়। সেটি হলো তার সৌন্দর্য। নোরার ন্যাচারাল বিউটির কথা মোটামুটি সকলেই জানেন। মেকআপ ছাড়াই সুন্দরী তিনি। তার মেকআপ আর্টিস্টরাও প্রকাশ্যে দাবি করেছেন যে, অভিনেত্রীর মেকআপের কোন দরকার পড়ে না। সেই কারণে তার লুকসে পাগল হয়ে যান তার অসংখ্য অনুরাগী। সম্প্রতি তার একটি নতুন লুক ধরা পড়েছে ক্যামেরায়, যা দেখে তাক লেগে গেছে ভক্তদের, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই লুক।
আরও পড়ুন: ছেলেকে গেম খেলা শেখানো নিয়ে রাজ শুভশ্রীর ঝগড়া, ঝগড়া থামাতে এলেন পরমব্রত!
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তাকে একদম অন্যভাবে দেখা যাচ্ছে। রুপোলি রঙের একটি ট্রান্সপারেন্ট ওয়ান পিস ফুল স্লিভ ড্রেস পরেছিলেন তিনি। তাকে দেখে মনে হচ্ছিল তিনি ব্যস্ততার মধ্যে কোথাও শুট করতে যাচ্ছেন, রাস্তার মধ্যে তাকে এই পোশাকে দেখা গেছে। ফ্যাশন আইকন রূপে পরিচিত নোরার এই পোশাকটির মধ্যেও কিছু অভিনবত্ব চোখে পড়েছে। এছাড়া পোশাকটির কোমরের দুই পাশের অংশ কাটা যা পোষাকধারীর সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে নামমাত্র মেকআপ করেছেন তিনি, পায়ে গলিয়েছেন রুপালি রঙের একটি হাই হীলস, খোলা চুলে তার যে মোহময়ী লুকস তৈরি হয়েছে, তা থেকে নেট পাড়ায় উষ্ণতা ছড়িয়ে পড়ছে। তার এই মোহময়ী লুকসে পাগল হয়ে যাচ্ছেন সকলে। ইনস্ট্যান্ট বলিউড নামের একটি ইনস্টাগ্রাম চ্যানেলে নোরা ফাতেহীর নতুন এই লুক শেয়ার করা হচ্ছে।
আরও পড়ুন: ‘অপরাজিত’র সত্যজিৎ কাঁচা বাদাম গানে নাচছেন! স্ত্রী নবনীতার সাথে জিতু পা মেলালেন ভুবন বাদ্যকরের সাথে
ট্রান্সপারেন্ট টাইটপোশাকে নোরার সৌন্দর্য এতটাই প্রতিফলিত হচ্ছে যে, কেউ তার এই নতুন লুক দেখে বলেছেন পরী, কেউ আবার বলেছেন, জলপরী। অনেকেই আবার নিজেদের মনের পছন্দের কথা বোঝাতে লাভ ইমোজি দিয়েছেন সেই ছবিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথম বলিউডের জগতে পা রেখেছিলেন। পরবর্তীতে তেলেগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী দ্য বিগিনিং, ও কিক২ চলচ্চিত্রে আইটেম গানে নাচ করে দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে তিনি বিগবসে প্রতিযোগী হিসেবে আসেন এবং ৮৪ তম দিনে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন। এরপর ২০১৬ সালে তিনি একটি নাচের টেলিভিশন অনুষ্ঠান ‘ঝালাক দিখল যা’তে অংশগ্রহণ করে ছিলেন।