জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস ডিম পাউরুটি বিক্রি করছেন রাস্তায়!

জনপ্রিয় অভিনেত্রী সীমা বিশ্বাস নিজের অভিনয় দক্ষতার জেরে যিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন, জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারও। বলিউডের ফুলনদেবী বলে পরিচিত এই অভিনেত্রী আসামে বড় হয়ে উঠলেও দিল্লির ন্যাশানাল স্কুল অফ ড্রামা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনয়ের। বরাবরই অভিনয় ও নিজের চরিত্র বাছাই নিয়ে তিনি ভীষণ রকম খুঁতখুঁতে ছিলেন। এই কারণে তাকে কোন চরিত্র দেওয়ার আগে ছবি নির্মাতাদেরকেও ভাবতে হত।
সীমা বিশ্বাসের অভিনীত ছবিগুলোর মধ্যে জনপ্রিয় ছবি গুলি হল, ব্যান্ডিট ক্যুইন,খামোশি, ওয়াটার। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্যান্ডিট ক্যুইন ছবিতে ডাকাত রানী ফুলন দেবীর চরিত্রে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। পরবর্তীতে এই মানুষটি আবার কলকাতাতে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটগল্প স্ত্রীরপত্র কে মঞ্চস্থ করে গিয়েছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী ফুলন দেবী বর্তমানে কলকাতার ফুটপাথে বসে ডিম পাউরুটি বিক্রি করতেন! কি ভাবছেন এমন কি অর্থকষ্ট এলো যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কে ফুটপাতে বসে ডিম বিক্রি করতে হচ্ছে?
না কোন অভাবে পরে নয়, নিজের কাজের জন্য এইকাজ করতে হচ্ছে তাকে। আসলে অভিনেত্রী সাম্প্রতিককালে একটি সিনেমায় একটি চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রে অভিনয় করবার জন্যই তাকে এই কাজ করতে হচ্ছে। রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত নতুন বাংলা সিনেমা ‘মনপতঙ্গ’তে কাজ করছেন অভিনেত্রী। এটি আদ্যোপান্ত একটি প্রেমের ছবি। এই ছবিতে সীমা বিশ্বাস যে চরিত্রটি করছেন, সেই চরিত্রটি এমন যে তাকে ডিম পাউরুটি বিক্রি করতে হবে।
আরও পড়ুন: ‘বরটা বড়ই বোকা/কেন নড়লো মাথার পোকা?’বিভীষিকাময় রাত্রে বাধ্য হয়ে কলম ধরলেন রূপঙ্কর পত্নী চৈতালী!
তবে এই প্রথম নয়, আজ থেকে প্রায় ১৩ বছর আগেও একবার বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন সীমা বিশ্বাস। দেব ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত জনপ্রিয় বাংলা ছবি ‘দুজনে’ তে কাজ করেছিলেন তিনি, ১৩ বছর পর আবার বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে আপ্লুত হয়ে পড়েছেন অভিনেত্রী আর দর্শক? বাংলার আরেকটি ছবিতে তাদের পরিচিত ফুলন দেবীকে নতুন রূপে দেখবার জন্য তারাও অপেক্ষার দিন গুনছেন।
মনপতঙ্গ ছবিতে যে গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে, সেখানে দেখা যাবে অভিনেত্রীর একটি ডিম পাউরুটির দোকান আছে। তাই শুটিংয়ের জন্যই ডিম পাউরুটি বিক্রি করতে হচ্ছে তাকে। সাদা কাপড় পরে ফুটপাতে ডিম বিক্রি করতে দেখা যাবে অভিনেত্রীকে! ছবির গল্প? অত্যাচারের ভয়ে গ্রাম থেকে পালিয়ে আসা প্রেমিক প্রেমিকা আশ্রয় নেয় ফুটপাতে আর সেই ফুটপাতেই ডিম পাউরুটির দোকান আছে সীমা বিশ্বাস অভিনীত চরিত্রটির। এরপর? বাকিটা জানতে হলে দেখতে হবে এই গল্প।