ভাইরাল ভিডিও

নববর্ষ সেলিব্রেট করলেন শেষ পর্যন্ত মদ খেয়ে! মীরের কান্ড দেখে দর্শকরা রীতিমতো কটাক্ষ করেছেন

আজ পয়লা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিন। পুরোনোকে দূরে সরিয়ে নতুন করে শুরু করার দিন আজ। বাঙ্গালির কাছে এই বিশেষ দিনটি অত্যন্ত সুন্দর ভাবে পালন করার দিন। তাইতো এই দিনটিতে গোটা বাংলা জুড়ে যেনো নতুন সাজে নতুন রঙে সেজে উঠেছে নতুন বছরকে স্বাগত জানাতে। বাংলার কোনায় কোনায় যে যার নিজেদের মত করে পালনে ব্যস্ত এই নতুন বছরকে। সমস্ত সেলিব্রিটি থেকে শুরু করে প্রতিটি টিভি চ্যানেল সব জায়গায় আজ কাজের চাপ কিছুটা প্রশমিত করে নতুন করে সেজে ওঠার দিন। দোকানে দোকানে পালিত হবে হালখাতা তার লাইন পড়বে, তার সাথে সাথে চলবে নববর্ষের বিশেষ পার্টি, আড্ডা, খানা পিনা।

আরও পড়ুন: নববর্ষের শুরুতেই দাদাগিরির মঞ্চ মেতে উঠলো, মঞ্চ মাতাতে হাজির একদল খুদে!

তবে নববর্ষ তো পালন করেছেন বিখ্যাত কমেডিয়ান মীর কিন্তু এ কেমন নববর্ষের পালন করলেন তিনি? যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে সর্বত্র। নতুন বছরকে স্বাগত যে এভাবে করতে হয় একথা মীর কে না দেখলে আপনিও জানতেই পারবেন না। এক অভিনব উপায়ে তিনি পালন করলেন নতুন বছরকে। তবে এর জন্য রীতিমতো কটাক্ষের শিকার তিনি। একজন এত বড়ো সেলিব্রিটি হয়ে যে তাঁর চিন্তা ভাবনার এত অবনতি হতে পারে একথা যেনো দর্শকরা ভাবতেই পারছেন না।

মীর বর্তমানে একজন বিখ্যাত ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ীর সাথে ফুডকা নামের একটি বিশেষ ফুড ব্লগিং এর ওপরে সিরিজ করে থাকেন। যেখানে তিনি পয়লা বৈশাখ উপলক্ষে একটি নতুন এপিসোড দিয়েছেন। আর যা দর্শকদের সামনে আসতেই বেশ কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে তার সাথে সাথে আবার এই নতুন স্বাদের উপস্থাপনা দেখে অনেকে বাহবাও দিয়েছেন মীর কে। যে ভিডিওতে দেখা যাচ্ছে মীর এবং ইন্দ্রজিৎ দুজনেই একটি বাংলা মদের বোতল খুলে বসে আছেন যেখানে তাঁরা বলছেন আবার যে অন্যরা যদি বিদেশি মদকে তাঁদের দেশী বলতে পারে আমরাও তাহলে দেশী মদ দিয়েই এই নববর্ষকে স্বাগত জানাবো না কেনো।

আরও পড়ুন: উত্তম কুমার তার চোখের দিকে তাকালেই ডায়লগ ভুলে যেতেন – সাবিত্রী চট্টোপাধ্যায় নিজে মুখে স্বীকার করে নেন একথা

তবে এই ভিডিও যে বেশ মজার তা অনেক নেটিজেনরা স্বীকার করেছেন তবে অনেকই কটাক্ষ করতে ছাড়েননি। অনেকে আবার এমনও কটাক্ষ করেছেন যে মীরের প্রতিদিন বিদেশি মদ ছাড়া যেনো চলে না। তবে বেশিরভাগই তাঁদের চিন্তা ভাবনার এই নতুন ছোঁয়া বেশ উপভোগ করেছেন।

Related Articles

Back to top button