ভাইরাল ভিডিও

গ্যাস সিলিন্ডারের রেপ্লিকা কাঁধে করে একেবারে বাহুবলি সাংসদ অভিনেতা দেব, মুখ্যমন্ত্রী একুশে জুলাই এর মঞ্চে দেবের ঘাড়ে চাপিয়ে দিলেন গ্যাস সিলেন্ডারের রেপ্লিকা

আজ একুশে জুলাই এর মঞ্চে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাদের বিভিন্ন কাজকর্মের একেবারে তুলোধনা করেন তিনি। এসব রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে হঠাৎই মুখ্যমন্ত্রী এক কান্ড করে বসেন। তৃণমূল কর্মীদের বানিয়ে আনা বিভিন্ন রেপ্লিকার মধ্যে থেকে গ্যাস সিলিন্ডারের রেপিকা তিনি চাপিয়ে দেন অভিনেতা দেবের ঘাড়ে।

এই গ্যাস সিলিন্ডারের রেপ্লিকা নিয়ে এসেছিলেন ডোমজুড়ের এক তৃণমূল কর্মী। সে রেপ্লিকা চোখে পড়া মাত্রই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন রেপ্লিকাটিকে মঞ্চে তোলার। আর তারি সঙ্গে সাংসদ দেব কে তিনি নির্দেশ দেন যে, সে যেন এই রেপ্লিকাটি তুলে ধরে। মুখ্যমন্ত্রী নির্দেশে সে রেপ্লিকাটি সাংসদ নিজের কাঁধে তুলে নেন। এই রেপ্লিকা কাঁধে নিয়ে দেব যেন একেবারে বাহুবলি।

প্রসঙ্গত, একুশের মঞ্চে আজকে বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। জ্বালানির মূল্যবৃদ্ধি হওয়া নিয়ে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করেছেন। আজও তার ব্যতিক্রম হতে দেননি। অভিনেতা তথা সংসদ দেব সে রেপ্লিকা কাঁধে নিলেই মুখ্যমন্ত্রী সোচ্চার হোন প্রতিবাদে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে জানান যে বাংলায় বিজেপি নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি বলে তারা এখন চেষ্টা করছে বাংলার মানুষকে ভাতে মারার। আবার তিনি ১০০ দিনের কাজ সম্পর্কেও অভিযোগ করেন। তিনি বলেন ১০০ দিনের কাজের টাকা দেননি কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী বিপরীত দল বিজেপিকে দিল্লি গিয়ে ঘেরাও করবেন বলেও হুশিয়ারি দেন এই দিন মঞ্চে।

Related Articles

Back to top button