পিঙ্ক লিপ্সে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, শুভশ্রীর এই লুক দেখে অনুরাগীরা কুপোকাত কমেন্ট বক্সে

পার্সোনাল, প্রফেসনাল দুটি জীবনই খুব দায়িত্বের সাথে পালন করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। রাজ চক্রবর্তীর সাথে বিয়ের পর থেকে একদম বাঙালি বউয়ে পরিণত হয়েছে শুভশ্রী। ছেলে ইউভানের জন্মের মায়ের বেশেও ধরা দেন মাঝে মাঝেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কখনো মা কখনো বৌমা কখনো স্ত্রী আবার কখনো একেবারেই বাণিজ্যিক চলচ্চিত্রের অভিনেত্রীদের মতো।
অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন এখন অভিনেত্রী। নববর্ষের আগে শেষ শীতে ঘুরতে যাওয়াও হয়নি তাঁর। কারণ এখন তাঁর ওপরে এক নতুন দায়িত্ব, দায়িত্ব প্রযোজনার। ‘প্রলয় ২’-এর প্রযোজনার দিকটি দেখবেন শুভশ্রী। তাছাড়াও শুভশ্রী নিজে ব্যস্ত তাঁর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজ নিয়ে। নেটিজেনরা শুভশ্রীকে ইন্দুবালা রূপে দেখে দিয়েছেন মিক্সড রিভিউ। কারোর পছন্দ হয়েছে তো কারোর নয়। এরপরেও ‘ডান্স বাংলা ডান্স’এর বিচারকের আসনেও আছেন শুভশ্রী।
সম্প্রতি শুভশ্রীকে দেখা গেল পিঙ্ক কালারের শ্যুটে। লাল পরী নীল পরী নয়, শুভশ্রীকে লাগছিল একেবারে গোলাপী পরী। কখনো গাড়ির ড্রাইভিং সিটে, কখনো প্যাসেঞ্জার সিটে আবার কখনো দেখা গেছে হিলস হাতে নিয়ে গাড়ির ডিক্কির ওপরে বসতে। গোলাপী রঙের এই ওয়েস্টার্ন শ্যুটের পাশাপাশি ছিল এক গোলাপী রঙের হিলস, হিলসের ওপরে একটি বো, আর ছিল দুই হাতের অনামিকাকে মানানসই ডায়মন্ড রিং, কানেও ছিল ডায়মন্ড। শুভশ্রী এই পাঁচটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে লিখলেন, “সুন্দর ভাবছেন, গোলাপী ভাবুন”। ছবি দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স। একজন বললেন ইউভানের সাথেও যেন তিনি একটি ফটোশ্যুট করেন।
View this post on Instagram
এই ফটোশ্যুটের দিনেই কয়েকটি ভিডিও ফুটেজও নিয়ে নেন তিনি। রিলও পোস্ট করেছেন একটি এই পিঙ্গিশ লুকে। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে জনপ্রিয় গায়িকা বিগ বস ভেট্টের ‘প্রিটি গার্লস ওয়াক’। ভক্তরা সেই পোস্টের কমেন্টে প্রশংসা করেছেন শুভশ্রীর সৌন্দর্যের।
View this post on Instagram