বাইরে তুমুল বৃষ্টি কিন্তু বৃষ্টির এক ফোঁটাও স্পর্শ করতে পারল না শ্রী জগন্নাথ দেবের রথকে, ভিডিও দেখে স্তম্ভিত গোটা সোশ্যাল মিডিয়া

ভগবান আছেন কি নেই? তার অস্তিত্ব নিয়ে আজও হাজার প্রশ্ন ভিড় করে মানুষের মনে। এই নিয়ে নানান তর্ক বিতর্ক হয়েছে লোকজনের মধ্যে। তবে এইসব তর্ক বিতর্কের মাঝে আমাদের নিজের অস্তিত্বের প্রমাণ তিনি নিজেই দেন। সামনাসামনি দেখা না দিলেও নিজের কিছু লীলার মাধ্যমে তিনি নিজের অস্তিত্ব বুঝিয়ে দেন সকলকে। এবারে উড়িষ্যার রথযাত্রায় ঘটলো এরকমই এক অবিশ্বাস্য ঘটনা।
কিছুদিন আগেই গিয়েছে জগন্নাথ দেবের রথ যাত্রা। গত শনিবার গিয়েছে উল্টো রথ। সারা দেশ জুড়ে জগন্নাথ দেবের পুজোয় মেতে উঠেছে সকলে। এসবের মাঝেও সব থেকে বেশি আকর্ষিত হলো উড়িষ্যার জগন্নাথ দেবের রথ যাত্রা। আর সেই রথযাত্রাতেই ঘটলো এক আশ্চর্য ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে চারিদিকে তুমুল বৃষ্টিতে ছেয়ে গেছে। কিন্তু শ্রী জগন্নাথ দেবের রথের সামনে এক ফোঁটাও বৃষ্টি স্পর্শ করতে পারল না। আর এই ঘটনা দেখে অবাক হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া।
ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ টানার জন্য উপস্থিত রয়েছে লাখ লাখ ভক্ত। কিন্তু বৃষ্টির মধ্যে পড়তে হয় প্রত্যেকেই। অথচ জগন্নাথ দেবের রথে আশেপাশেও বৃষ্টি দেখা যায়নি। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন।