“হাউ ফানি”, এপার বাংলা ওপার বাংলা মিলে গেলো! একসাথে গান বাঁধলেন দুই সোশ্যাল মিডিয়ার সেনসেশন বাদাম কাকু ও হিরো আলম

এবার সোশ্যাল মিডিয়া কাঁপাতে আসছে, “হাউ ফানি।” কি ভাবছেন? কোনো মজার ঘটনার সূত্রপাত ঘটলো নাকি! একেবারে না সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হওয়া দুই ব্যক্তিত্ব , একজন বাংলাদেশের হিরো আলম অন্যদের অন্যজন আমাদের বীরভূমের ভাইরাল সেই বাদাম কাকু। বাদাম কাকু যেনো একের পর এই চমক দিয়েই চলেছে তার দর্শকদের। এবার জোট বেঁধেছে, হিরো আলমের সাথে যে কিনা সমাজমাধ্যমে বিপুল ভাইরাল এক ব্যক্তিত্ব। দুজনকেই ইতিমধ্যেই এপার বাংলা , ওপার বাংলা মিলিয়ে সবাই কমবেশি চিনে ফেলেছেন।
হিরো আলম গত শুক্রবার কলকাতায় পদার্পণ করেছেন। প্রথমে হিরো আলম তার গান রেকর্ডিং এর বিষয়টি আড়ালে রাখলেও পরে খোলসা করেই দিয়েছেন। তিনি শনিবার জানিয়েছেন , কলকাতায় আসার তার একমাত্র উদ্যেশ্য বাদাম কাকুর সাথে গান রেকর্ডিং একসাথে। গানটি লিখেছেন এফএ প্রীতম এবং গানটিতে সুর দিয়েছেন সুরকার অজিত সাহিন। রেকর্ডিং এর অনুষ্ঠানে বাদাম কাকু একেবারে সস্ত্রীক হাজির হয়েছিলেন। হিরো আলমের থেকে জানা গিয়েছে, বাদাম কাকু ও হিরো আলম দুজনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গিয়ে এত ভাইরাল হয়েছেন। তাই তারা একসাথে জুটি বেঁধে গান রেকর্ডিং করছেন , যে গানের নামটিও বেশ মজার, “হাউ ফানি।” হিরো আলম জানিয়েছেন, গানটির ওপর পরবর্তীকালে একটি ভিডিও প্রকাশ করা হবে। যে ভিডিও সালাউদ্দিন গোলদার পরিচালনা করবেন।
হিরো আলমের কথামত খুব শীঘ্রই টলিউডের পর্দায় হিরো আলমকে দেখা যাবে। যদিও সে ব্যাপারে কিছু খোলসা করে বলেননি তিনি তবে কিছুটা ইঙ্গিত দিয়েছেন এই বিষয়ে। তাই এবার শুধু ওপার বাংলাতে নয় এপার বাংলা তে এসে মাতিয়ে তুলতে দেখা যাবে হিরো আলমকে। তবে একসাথে সোশ্যাল মিডিয়ার দুই ভাইরাল জুটিকে দেখতে পেয়ে ভক্তরা কিন্তু বেজায় খুশি হয়েছেন। এর আগেও হিরো আলমকে সবসময় কোনো না কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়ার সামনে দেখা গিয়েছে।
আরও পড়ুন: “আটের দশকের নায়িকার সাজে দারুন লাগছে” – ‘ কিশমিশ’ ছবিতে রুক্মিণীর সাদামাঠা রূপে মুগ্ধ দেব!
ভাইরাল হতে যে তার ভালো লাগে একথা অবশ্য নিজে মুখেই স্বীকার করেছিলেন তিনি। বাদাম গান ভাইরাল হওয়ার পরে সেই গান একসময় হিরো আলমের মুখেও শুনেছিল নেটবাসি। অন্যদিকে দেশ থেকে দেশের বাইরে পর্যন্ত সবাইকে নাচিয়ে ছেড়েছে যাঁর গান সেই বীরভূমের ভুবন বাদ্যকর। যিনি একসময় বাংলাদেশে যাওয়া নিয়ে বলেছিলেন, তাঁর বউ তাঁকে যেতে দেবেন না বাংলাদেশে। এপার ওপার বাংলার মানুষের কাছে আরও জনপ্রিয় হওয়ার সুযোগ পাবে বাদাম কাকু।