ভাইরাল ভিডিও

‘ইন্তিজার কাপতাপ’! কেকের গান গেয়ে গানের গুষ্টির ষষ্ঠি পুজো করে ছেড়ে দিলেন হিরো আলম! গান শুনে চটে লাল নেটিজেনরা!

নব্বই দশক থেকে এখনো অবধি একটার পর একটা জনপ্রিয় গান উপহার দিয়ে যিনি আমাদের মন জয় করে নিয়েছিলেন তিনি কে কে। কলকাতা নজরুল মঞ্চে তিনি শো করতে এলেও সশরীরে আর ফিরে যেতে পারেননি মুম্বাইতে! আর তার মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে গিয়েছে কলকাতা নগরী থেকে শুরু করে মুম্বাই। বলিউডের জনপ্রিয় এই গায়কের মৃত্যু মানতে পারছেন না মানুষজন। মাত্র ৫৩ বছর বয়সে তাঁর অকাল মৃত্যু সত্যিই দুঃখজনক। তার মৃত্যুর পর তাকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন অনুপম রায়। কে কে-র গান গেয়েই তিনি শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত গায়ক কে। ১০০ জন শিল্পী একত্রিত হয়ে নন্দন চত্বরে কেকের গান গেয়েছেন গিটারে সুর তুলে।

আরও পড়ুন: প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন সুদীপা চ্যাটার্জ্জী! শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সুদীপা

বিভিন্ন জায়গা থেকে সবাই যখন এই বলিউড গায়ককে গান গেয়ে নিজেদের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন, তখন বাংলাদেশের হিরো আলম ই বা পিছিয়ে থাকবেন কেন? তাই এবার বলিউড গায়ক কে কে-কে ট্রিবিউট দিলেন হিরো আলম। আশরাফুল আলম সকলের কাছে হিরো আলম বলে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তাকে চেনেন না এমন কোনো মানুষ নেই। চলচ্চিত্র পরিচালনা থেকে শুরু করে গান গাওয়া, সিনেমায় অভিনয় সবটাই করে ফেলেছেন তিনি। বলা যেতে পারে কোনটাই বাদ রাখেননি তিনি। তবে এই বহুমুখী প্রতিভার জন্য যত না বেশি প্রশংসিত হয়েছেন তার থেকে বেশি সমালোচিত হয়েছেন।

সম্প্রতি কেকের গাওয়া ‘কাইটস’ সিনেমার ‘জিন্দেগি দো পাল কী’ গান গাইলেন তিনি। হিরো আলমের গান, না আছে সেই গানে কোনো সুর না আছে সেই গানের তাল আর উচ্চারণের বংশ উদ্ধার করে দিয়েছেন তিনি নিজেই। বলা যেতে পারে নিজের মতো করে গান গেয়ে প্রয়াত গায়ক কে কের বিখ্যাত গানের গুষ্টি উদ্ধার করে ছেড়ে দিয়েছেন। তার গান শুনে নেটিজেনরা কটাক্ষ করেছেন যে, ভাগ্যিস কে কে মারা গিয়েছেন, না হলে তার গান শুনলে নিজেই বিষ খেতেন।

আরও পড়ুন: শুধু জামাই কেন? বৌমা কি ফেলনা? বৌমা ষষ্ঠী আদায় করলেন তৃণা সাহা!

তবে এই প্রথম নয় এর আগেও তিনি রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন। তার গলায় সেই রবীন্দ্র সংগীত শুনে নেটিজেনরা বলেছিলেন, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এই গান শুনে সুইসাইড করতেন! রবীন্দ্রনাথের ‘আমারো পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো’ গানটি গেয়েছিলেন তিনি। এছাড়া তিনি গেয়েছিলেন ‘আমি শুনেছি শুনেছি সেদিন তুমি’ গানটিও। সমস্ত গান শুনে খেপে লাল হয়ে যান নেটিজেনরা। কেকের গান এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

Related Articles

Back to top button