লোক সংস্কৃতির মধ্যে মিশে গেল হলিউডের স্পাইডারম্যান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্পাইডারম্যানের লোকনৃত্য

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কত কিছুই না ভাইরাল হচ্ছে নিত্যদিন। আপনার হাতের স্মার্টফোনের মধ্যেই প্রতিদিনই কোন না কোন ভিডিও দেখা যায়। যা আপনাকে নয় হাসাবেন নয় কাঁদাবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ তাই নিমেষের মধ্যে কোন কিছু ভাইরাল হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। সম্প্রতি সেরকমই একটি ভিডিও বেশ কতদিন ধরেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে। যেখানে বাংলা লোকসংস্কৃতি এবং পপ সঙ্গীত মিশে গিয়েছে।
বাংলায় লোকসংস্কৃতির মধ্যে নাচ হলো অন্যতম। আমাদের বাংলায় অনেক ধরনেরই নাচ রয়েছে বিভিন্ন জাতির বিভিন্ন নাচ কে তুলে ধরে নিজেদের সংস্কৃতি হিসেবে। আর সেই সাংস্কৃতিকে সম্মান জানায় প্রত্যেকেই। কিন্তু এবারের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখেছেন একটু অবাক হয়েছেন নেটিজেনরা। কারণ ভিডিওটিতে মার্ভেল সিনেমাটি চরিত্র স্পাইডারম্যান লোকগানের তালে কোমর দোলাচ্ছেন।
সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে শান্তিনিকেতনে গিয়ে লোকনৃত্য করছে স্পাইডারম্যান। এই স্পাইডারম্যান কে দেখে একটাই প্রশ্ন এটা কোন স্পাইডারম্যান? কারণ আমরা জানি, এখনও পর্যন্ত মার্ভেল এবং সোনি পিকচার্স- এর আওতায় তৈরি হয়েছে স্পাইডারম্যান- এর একাধিক ছবি। মোট ৩ বার স্পাইডারম্যানের মুখ পরিবর্তিত হয়েছে। সবাইকে টপকে এখন টম হলান্ড মার্ভেলের স্পাইডারম্যান। কিন্তু পুরো ঘটনাটাই মজার ছেলে করা হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এক ব্যক্তি কস্টিউম পড়ে সবাইকে আনন্দ দেওয়ার জন্যই এরকম মজার ভিডিও বানিয়েছেন।
যদিও স্পাইডারম্যানের মুখোশের আড়ালে ওই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। অনেকে আবার ধারনা করছেন এটা বংগাই অর্থাৎ কিরণ দত্ত। কারণ কিছুদিন আগেই সারা কলকাতা স্পাইডারম্যানের কস্টিউম করে দাপিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু এই বিষয় নিয়ে কিরণ দত্ত কোনো রকম কোনো মন্তব্য করেনি। সুতরাং ইনি হয়তো কোন অন্য ব্যক্তি কিন্তু এই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।
View this post on Instagram