ভাইরাল ভিডিও

‘অপরাজিত’র সত্যজিৎ কাঁচা বাদাম গানে নাচছেন! স্ত্রী নবনীতার সাথে জিতু পা মেলালেন ভুবন বাদ্যকরের সাথে

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হিট ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি। এখনো অবধি প্রচুর সেলিব্রিটি এই গানে নেচে ফেলেছেন। ছোটো ছোটো ছেলে মেয়ে থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি বিদেশের লোক পর্যন্ত সকলেই এই গানে নাচ করে‌ ভাইরাল হয়ে গিয়েছেন। সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ জিতু কমল ও নবনীতা দাস কাঁচা বাদাম গানে তাল মিলিয়ে ভুবন বাদ্যকারের সাথে নাচ করলেন।

আরও পড়ুন: ‘অপরাজিত’র সত্যজিৎ কাঁচা বাদাম গানে নাচছেন! স্ত্রী নবনীতার সাথে জিতু পা মেলালেন ভুবন বাদ্যকরের সাথে

বীরভূমের একজন সাধারণ বাদাম বিক্রেতা থেকে আজ রীতিমত বিখ্যাত একজন সেলিব্রিটি হয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর, তার কাঁচা বাদাম গানটির জন্য। টেলিভিশন মঞ্চে গিয়েছেন তিনি, এমনকি গানের জন্য পাড়ি দিয়েছিলেন বিদেশে পর্যন্ত।দাদাগীরির মঞ্চে থেকে শুরু করে স্মার্ট জোড়ির মঞ্চে পর্যন্ত হাজির হয়েছিলেন ভুবন বাবু। টলিউড থেকে বলিউডের তারকাদের সাথে আলাপ থেকে তাদেরকে নিজের গানে নাচ করিয়ে পর্যন্ত ছেড়েছেন ভুবন বাদ্যকর।

টেলিভিশন ইন্ডাস্ট্রি জনপ্রিয় মুখ জিতু কমল ও নবনীতা দাস। ব্যক্তিগত জীবনে দুজনে স্বামী-স্ত্রী ও। রাগে অনুরাগে ধারাবাহিকের মল্লার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন জিতু কমল। অন্যদিকে মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে মা তারার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিলো নবনীতাকে।

আরও পড়ুন: ছেলেকে গেম খেলা শেখানো নিয়ে রাজ শুভশ্রীর ঝগড়া, ঝগড়া থামাতে এলেন পরমব্রত!

বর্তমানে অনীক দত্তের ছবি ‘অপরাজিত’তে অভিনয় করার জন্য জিতু কমল ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন। এই ছবিতে সত্যজিৎ রায় চরিত্রে অভিনয় করছেন তিনি। সত্যজিৎ রায়ের চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য নিজের দাঁতের সেটিংস পর্যন্ত বদলে ফেলেছেন জিতু। পর্দার সত্যজিৎ হতে মেকআপ থেকে শুরু করে শারীরিক গঠন থেকে শুরু করেন নিত্যদিনের জীবনযাপনেও বদল এনেছেন তিনি। বাঙালির আবেগ সত্যজিৎ হয়ে উঠবার জন্য জিতুর ভয়েস মডেলিউশন ট্রেলারে ভীষণ ভাবে ফুটে ওঠে।

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

ছবির ট্রেলারে দেখলেই বোঝা যায় জিতু কমলের পরিশ্রম সার্থক। যে কারণে ছবির ট্রেলারে জিতুর লুক এক ঝলক দেখলেই মনে হয় যেন অবিকল সত্যজিৎ।

গতকাল রবিবার ছুটিতে ছিলেন জিতু। তাই কাজের ব্যস্ততার ফাঁকে ছুটি উপভোগ করবার জন্য একটু বেড়াতে গিয়েছিলেন। এরপর কাঁচা বাদাম খ্যাত গায়ক ভবন বাদ্যকরের সাথে দেখা করেছেন জিতু নবনীতা। তবে বাদাম কাকু একা নয় এদিন তার স্ত্রীও সাথে ছিলেন। এরপর আর বাকি কি থাকে? ইনস্টাগ্রামে একটা ভিডিও করে জিতু নবনীতা‌ও এখন ট্রেন্ডিং।

ভিডিওতে দেখা যাচ্ছে ভুবন বাবু বিখ্যাত কাঁচা বাদাম গান গাইছেন আর সেই গানের সাথে তাল মিলিয়ে নাচ করছেন নবনীতা। তবে নবনীতা একা নয়, ভিডিওতে পাঞ্জাবি পাজামা পরে বাদাম কাকুকে ও স্ত্রীর পাশে দেখা যাচ্ছে। ভিডিওটি শেষের দিকে জিতু কমলকেও ক্যামেরা হাতে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “কারণ এখনও ট্রেন্ডিংয়ে আছে এটা”

বলাই বাহুল্য এই ভিডিও ঝড়ের গতিতে শেয়ার হয়েছে। অসংখ্য মানুষ এই ভিডিও পছন্দ করেছেন এবং লাইক কমেন্ট করেছেন।

Related Articles

Back to top button