ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়ার নেশায় ডিস্কোতে কোমর দুলিয়ে নাচতেও রাজি বাদাম কাকু! কাঁচা বাদামের পর ফের বিখ্যাত হতে কাঁচা বাদাম ২ নিয়ে হাজির ভুবন বাদ্যকর!

সোশ্যাল মিডিয়ায় যে একবার ভাইরাল হয়ে যায় তার ভাগ্য খুলে যায় যেমন বাদাম কাকু ভুবন বাদ্যকর। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর ‘বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম’গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পর সে রাতারাত সেলিব্রেটি হয়ে যায়। বিভিন্ন জায়গায়, বিভিন্ন রিয়েলিটি শোয়ের মঞ্চে সেলিব্রেটি হিসেবে তার ডাক পড়ে। সম্প্রতি আবার ‘কাঁচা বাদাম ২’ গান গেয়ে খবরের হেডলাইনে চলে এসেছেন বাদাম কাকু।

ভাইরাল হওয়ার পর রাতারাতি ভাগ্য খুলে গিয়েছে তার। তার কাঁচা মাটির বাড়ির পাশে নতুন পাকা বাড়ি হয়েছে। রাজপ্রাসাদের মত স্বপ্নের বাড়ি তৈরি করেছেন বাদাম কাকু। মোটরসাইকেল থেকে তার হয়েছে চারচাকা গাড়ি। এমনকি iphone উপহার হিসেবে পেয়েছেন বাদাম কাকু। একটি বহুমূল্য দামি লকার ও উপহার হিসেবে পেয়েছেন তিনি।

তার নতুন গাওয়া গান ‘কাঁচা বাদাম ২’ ২৩ শে জুলাই‌ সোশ্যাল মিডিয়ায় রিলিজ হয়েছে। মোটামুটি জনপ্রিয়তা লাভ করেছে এই গানটি। এখানে ভুবন বাদ্যকর, পীযূষ চক্রবর্তী ও পারমিতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে। ভিডিওতে আরো দেখা যাচ্ছে যে, ডিস্কোতে হাজির বাদাম কাকু। ডিস্কোতে সব সুন্দরী রমণীদের মধ্যে তাকে দেখা যাচ্ছে। সেখানে বাদাম কাকু যেন একেবারে রকস্টার হয়ে গিয়েছেন। গান গেয়ে কাঁপিয়ে দিয়েছেন মঞ্চ। মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন। প্রচুর মানুষ এই ভিডিও পছন্দ করেছেন।

এই গান গাওয়ার পরে আবার জমিয়ে সেলিব্রেশন করেছেন ভুবন বাদ্যকর। এই দিন গানের মিউজিক ভিডিও তৈরি হওয়ার পরে ভুবন বাবুর বাড়িতে চলে এসেছিলেন কাঁচা বাদাম টু এর টিম। সেখানে গানের তালে তালে আবার নাচতে শুরু করেন বাদাম কাকু এবং সবাই মিলে হৈচৈ করে কেক কাটেন।

Related Articles

Back to top button