ভাইরাল ভিডিও

‘দিতিপ্রিয়ার থেকে ভালো গান করেছেন কোয়েল!’ কোয়েলের গানের ভিডিও নিয়ে স্যান্ডি সাহার ট্রোলিংয়ের উত্তরে বললেন অনুগামীরা

সেলিব্রিটিদের জীবন নিয়ে সাধারন মানুষের অসম্ভব কৌতুহল থাকে। তারা কখন কী করছেন কখন কী খাচ্ছেন সব নিয়েই তাদের কৌতুহল থাকে। তাদের কোথাও বেরোতে যাওয়া, তাদের খাওয়া দাওয়া, তাদের ফটোশুট সব নজর রাখেন অনুরাগীরা আর একদল মানুষ নজর রাখেন তারকাদের যারা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকেন। ঠিক যেরকম স্যান্ডি সাহা খুঁজে খুঁজে বের করেন নানান ধরনের ভিডিও, আর সেগুলো হাস্যরসাত্মক ভাবে প্রেজেন্ট করেন।

আরও পড়ুন: দিনদিন গ্ল্যামারাস হয়ে উঠছেন শ্রাবন্তী, ফটোশুটে হুবহু বার্বি ডলের মত দেখাচ্ছে তাকে!

সেলিব্রিটিদের মাঝেমধ্যেই নানান রকম স্টেজ শো করতে হয় এবং সেখানে নানান রকম অনুরোধ করা হয় দর্শকদের পক্ষ থেকে। দর্শকরা চান যে, তাদের‌ পছন্দের অভিনেতা অভিনেত্রীরা খোলা মঞ্চে এসে তাদের জন্য একটি গান গেয়ে শোনান। এর আগে দিতিপ্রিয়া রায় ‘কলঙ্কিনী রাধা’ গানটি গেয়ে ব্যাপক মাত্রায় ট্রোলড হয়েছিলেন। কারণ তিনি এই গানটিকে এতটাই বেসুরো গেয়ে ছিলেন যে, সেই সময় সকলেই এই গানটি শুনে তার গান গাওয়া নিয়ে মজা শুরু করেছিলেন। এরকমটাই হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের ক্ষেত্রে।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি এরকম একটি গান গেয়েছেন যার জন্য ট্রোলড হয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর খোলা মঞ্চে গাওয়া একটি পুরোনো গানের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ‘পাগলু’ সিনেমার গান গাইছেন অভিনেত্রী। সেই গানে স্বাভাবিক ভাবেই সুর কেটেছে তার, যা দেখে নেটাগরিকরা হাসাহাসি শুরু করেছেন।

আরও পড়ুন: অলৌকিক মাছ বৃষ্টি দেখল ভারতের মানুষ! মুহুর্তের মধ্যে ভিডিও হল ঝড়ের গতিতে ভাইরাল!

বাঙালি ইউটিউবার স্যান্ডি সাহা সেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন যে, অভিনেত্রী যে এত ভালো গান গাইতেন তা তিনি মোটেও জানতেন না। বলাই বাহুল্য যে এই পুরো বিষয়টি স্যান্ডি সাহা মজা করেই বলেছেন। তবে কোয়েল মল্লিকের অনুগামীরা‌ও স্যান্ডি সাহার এই বক্তব্যের পাল্টা প্রতিবাদ করেছেন। তারা বলেছেন যে, গানের বিন্দুমাত্র প্রতিভা না থাকলেও টলিউড অভিনেতা অভিনেত্রীদের জোর করে খোলা মঞ্চে গান গাওয়ানো হয় কারণ দর্শকদের তরফ থেকে বারবার অনুরোধ আসে। সেই অনুরোধ রাখতে গিয়ে বাধ্য হয়ে তাদের গান গাইতেই হয়। তারা নিজেরাও সেই সম্পর্কে ওয়াকিবহাল যে তারা গানটি গাইতে পারবেন না, তা সত্ত্বেও বাধ্য হয়ে দর্শকের মন রাখতে তারা যে গান গাইছেন তা নিয়ে ট্রোলড করা উচিত নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ভিডিওতে কোয়েলের গাওয়া গানের সাথে দিতিপ্রিয়ার গানের‌ও তুলনা করা হয়েছে। দুটো গানের মধ্যে তুলনা করে কোয়েল অনুরাগীরা বলেছেন যে, বেশ ভালোই গান গেয়েছেন অভিনেত্রী।

Related Articles

Back to top button