‘কাঁচা বাদাম কোন গান নয় এটা যুগের একটা হুজুগ মাত্র, কিছুদিন চলবে ভাইরাল হবে আবার থেমে যাবে আসল ওষুধ হলো সত্যিকারের গান যা মানুষকে বাঁচাবে’ বাদাম কাকু সম্পর্কে কী বললেন কুমার শানু

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়ার পর বাদাম কাকুকে ডিস্কোতে কোমর দুলিয়ে নাচতেও দেখা গিয়েছিলো। তার গাওয়া গান কাঁচা বাদাম আচমকাই ভাইরাল হয়ে যাওয়ার পর কাঁচা বাদাম ২ নিয়ে হাজির হয়েছিলেন বাদাম কাকু ভূবন বাদ্যকর। আচমকা একটি গান রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় যেমন জনপ্রিয় হয়ে উঠেছিলেন রানু মন্ডল তেমনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।
‘বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’এই গান গেয়েই তার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল। রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে গিয়েছিলেন বাদাম কাকু। তারপর রীতিমতো সেলিব্রেটির তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। বিখ্যাত হওয়ার পর কখনো আইফোন টুয়েলভ উপহার হিসেবে পেয়েছেন তো কখনো বহুমূল্য লকার। তার কাঁচামাটির বাড়ির পাশে পাকা বাড়ি হয়েছে। নিজের একটি চারচাকা ও কিনেছেন তিনি এভাবেই ভাগ্যের চাকা বদলে গিয়েছে তার এমনকি কাঁচা বাদামের পর নিজের মিউজিক ভিডিও তৈরি করেছেন বাদাম কাকু।
‘কাঁচা বাদাম ২’তে ডিস্কোতে সুন্দরী মেয়েদের সাথে নাচতে দেখা গিয়েছে তাকে। গানের জন্য ইস্মার্ট জোড়ির মঞ্চ থেকে শুরু করে দাদাগিরির মঞ্চ সবখানেই পৌঁছে গিয়েছেন তিনি। রীতিমতো সেলিব্রেটি হয়ে ওঠা এই ভূবন বাদ্যকর সম্পর্কেই এইবার মুখ খুললেন সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা কুমার শানু। বাদাম কাকু যে ধরনের গান গেয়ে থাকেন সেগুলিকে ঠিক গান নয় সময়ের হুজুগ বলে মনে করেন তিনি। তিনি মনে করেন এগুলো সাময়িক সময়ের জন্য থাকবে এবং তারপর আস্তে আস্তে এর রেশ কেটে যাবে কিন্তু এগুলি কোন মানুষকে বাঁচাবে না কোন মানুষকে বাঁচিয়ে রাখবে একটা ওষুধ আর ওষুধ হলো সত্যিকারের গান।
সম্প্রতি কুমার শানু একটি সাক্ষাৎকারে বলেছেন,“মানুষ খুব হুজুগে হয়। একটা নতুন কিছু এসেছে একদম আলাদা এই যেমন কদিন আগে বাদাম ফাদাম নিয়ে হয়েছিল। এইগুলো কি হয় একটু ওঠে, কিছুদিন চলে, ভাইরাল হয়ে যাবে। এরপর অসুখ হয়ে একদম মারা যাবে। ভাইরালের লাস্ট হচ্ছে একদম মারা যাওয়া যদি সে ওষুধ না পায়। তো ওষুধ হচ্ছে গিয়ে সত্যিকারের গান। এটা খারাপ না হুজুগটা থাক সবথেকে যেটা ভালো সেটা হল গিয়ে একটা গরীব মানুষের যদি একটা উপকার হয়ে যায় এই ব্যাপারের জন্য সেটা অনেক বড় ব্যাপার।”