টাকা দিয়ে হচ্ছে রিয়েলিটি শো, বাংলা ছবির মাথামুণ্ডু নেই, বলিউডে সব লবিবাজি! একটার পর একটা বিস্ফোরক মন্তব্য কুমার শানুর

বাংলা ছবি, রিয়েলিটি শো, বলিউড নিয়ে বিস্ফোরক দাবি করলেন গায়ক কুমার শানু। একটি বাংলা ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চে এসে কিংবদন্তি এই গায়ক যা বললেন তা এককথায় বলতে গেলে ছোটখাটো বিস্ফোরণ। কল্যান সরকার পরিচালিত ‘টাকার রং কালো’ ছবিতে গান গেয়েছেন কুমার শানু। সম্প্রতি হাস্যরসাত্মক এই ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ হয় ভিআইপি রোডের বেঙ্গল লাউঞ্জে। এই অনুষ্ঠানে ছবির পরিচালক সমস্ত কলাকুশলী থেকে শুরু করে সঙ্গীত পরিচালক অশোক ভদ্র ও গায়ক কুমার শানু উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে বলিউডের লবিবাজি, বাংলা ছবির নিম্নমুখী মান ও রিয়েলিটি শোয়ের মধ্যে চলা টাকার খেলার আসল তথ্য ফাঁস করে দিলেন কুমার শানু। তিনি এইদিন বলেন, টাকা দিয়ে হচ্ছে রিয়েলিটি শো।
কুমার শানু বললেন, “আমরা যখন গেয়েছি তখন আমাদের মধ্যে কম্পিউটেশন ছিল, কম্পিটিশন খুব ভালো কিন্তু বর্তমানে রিয়েলিটি শোয়ে কম্পিটিশন নেই। এখনকার কম্পিটিশনটা হলো কে কার রেশন তুলে দিলো, কে কার বাজার করে দিলো, কে কাকে দামি গিফট দিলো এইটা। এখানে কোনো কম্পিটিশন নেই এখানে গিফটের মাধ্যমে চলছে ব্যাপারটা।”
এর পাশাপাশি বাংলা সিনেমার দুরবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে বাংলা ছবি দেখি না, আগে অনেক দেখেছি। কারণ বর্তমানে সিনেমার কোন মাথামুণ্ডু থাকে না।” গানের প্রসঙ্গে তিনি বলেন আগেকার দিনের কালজয়ী সেইসব গান কোথায় যেন হারিয়ে গেছে। জনপ্রিয় এই গায়কের কথায়, “মিউজিক খালি নাচলেই হয় না। মিউজিক হচ্ছে সুকুন, থেরাপি। মিউজিক হচ্ছে মনে রাখার জিনিস, মিউজিক হচ্ছে হিস্ট্রি যা মনে গেঁথে থাকবে। এই সময়কার গানে এমন কিছু থাকে না যা সারা জীবন মানুষের মনে রয়ে যাবে।”
আরও পড়ুন: ‘আমি যে তোমার’ কলকাতায় এসে হলুদ ট্যাক্সি ছাদে উঠে কার উদ্দেশ্যে এ কথা বললেন কার্তিক?
বলিউড সম্পর্কেও তিনি বলেন যে,“বলিউডে প্রচন্ড লবিবাজি আছে, তবে ট্যালেন্টকে আটকানো যায় না। এখনো আমি সেখানে গাইছি তার কারণ ১০০টার মধ্যে যদি একটা আমার টাইপের গান হয় সেটা আমাকে ছাড়া চলবে না আমাকে দিয়েই গাইতে হবে।”
এছাড়া অভিনেতা আরো বলেন যে, রিমেক তখনই হয় যখন এইমো ভালো কিছু পাওয়া যাচ্ছে না, তখনই পুরনো দিকে তাকাতে হয় । নিজের ছবির সম্পর্কে এদিন তিনি বলেন, “অনেকদিন পর বাংলা ছবিতে এত মেলোডিয়াস একটা কাজ করলাম। সঙ্গীত পরিচালক অশোক ভদ্র যে সুর এই ছবির গানে ব্যবহার করেছেন তা সকলের মন ছুঁয়ে যাবে। গান জুড়ে সহজ সুরের মায়া সেটা আমায় সব সময় আকর্ষণ করে। আমার সকলের কাছে অনুরোধ আপনারা এই ছবি অবশ্যই দেখুন। কল্যান সরকার একটা দুর্দান্ত ছবি তৈরি করেছেন। বাংলা ছবি বর্তমানে সংকটে, বাংলা ছবির পাশে থাকুন।”
প্রসঙ্গত উল্লেখ্য টাকার রং কালো ছবিটি সাহিত্যিক সুনীল চক্রবর্তীর ‘সমনামী’ নাটক থেকে নেওয়া। সুনীল চক্রবর্তীর পুত্র পার্থ চক্রবর্তী এই ছবির চিত্রনাট্য লিখেছেন। এক প্রতিপত্তিশালী অসাধু ব্যবসায়ীর টাকার প্রতি প্রবল লোভ এই গল্পে দেখানো হয়েছে টাকা রোজগার করা এবং তা আগলে রাখার জন্য সে যা খুশি করতে পারে। সেই অর্জিত অর্থ আচমকা চুরি হওয়াতে কোন দিকে মোড় নেবে গল্প তা জানতে হলে অবশ্যই দেখতে হবে হাস্যরসাত্মক এই ছবি। ছবিতে কুমার শানু ছাড়া রূপঙ্কর বাগচী, সাধনা সরগম, সুজয় ভৌমিক গান গেয়েছেন। বিশ্বজিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, লাভলী মৈত্র, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, তনিমা সেনের মতো অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে কাজ করেছেন।