ভাইরাল ভিডিও

স্কুলে গিয়ে পড়াশোনা না করে এবার ‘কাঁচা বাদাম ‘গানে ঝড় তুললেন একরত্তি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নাচের ভিডিও

কিছুদিন পূর্বেই সোশ্যাল মিডিয়া নামক জিনিসটির সাথে সাধারণ মানুষের এতো সংযোগ ছিলনা কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে দীর্ঘ দু বছর ঘরবন্দী থাকার পরে মানুষের একমাত্র বিনোদনের সঙ্গী হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নানা পোস্ট ও ভিডিও। একমাত্র সমাজমাধ্যমের দ্বারাই নিমেষে হওয়া যায় ভাইরাল। বিবিধ রকম সব ভিডিও ভাইরাল হতে দেখা যায় তার মধ্যে কোনোটা মজার তো কোনোটা আবার অনুপ্রেরণামূলক বা কোনোটা কোনো দুঃখের ঘটনাকে তুলে ধরা হয়।

আরও পড়ুন: জন্মদিনের নিশিঠেকে শ্বশুর বউমার জমিয়ে নাচ, অঙ্কুশকে বাদ দিয়ে শ্বশুরের সাথেই জমিয়ে দিলেন পার্টি ঐন্দ্রিলা!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে ছোট ছোট শিশুদের কিছু ভিডিও কখনও তাদের মুখে আবৃত্তি, আবার কখনও গান শুনতে পাওয়া যায়। যা দর্শকদের বেশ আনন্দ প্রদান করে থাকে। তেমনই এক খুদের নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়ে উঠলো নেট দুনিয়ায়। ট্রেন্ডিং ভাইরাল গান, ‘কাঁচা বাদাম’ যে গানের সাথে একেবারে বড়দের স্টাইলে নেচে ভাইরাল ওই শিশু।

‘কাঁচা বাদাম’ গানের প্রসঙ্গ এলে যার কথা না বললেই নয় তিনি সেই বীরভূমের কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। এক সাদামাঠা জীবনে কাঁচা বাদাম বিক্রিকে সম্বল করেই তার দিন গুজরান হচ্ছিল। ঠিক এমন সময় নিজের ব্যাবসার খানিক শ্রীবৃদ্ধি ঘটাতে একটি গান বেঁধে ফেলেছিলেন যাতে দর্শকের টান বেশি বাড়ে। কখনও ভাবেননি এই গানের জোরেই তাঁর ভাগ্য ফিরবে।

আরও পড়ুন: তিলোত্তমার বুকে পোস্তা ব্রিজের ভেঙে পড়ার সেই অন্ধকারময় দিনের ছ’ টা বছর অতিক্রান্ত! ঘটনার অনুকরণে মুক্তি পেলো ‘কলকাতা চলন্তিকা’- র পোস্টার

বাদাম কাকুর সেই ‘বাদাম গান’ কেবল রাজ্য নয় রাজ্য থেকে দেশ থেকে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে ওঠে। তার দৌলতে তিনিও বর্তমানে বেশ জনপ্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন। ‘বাদাম গানের ‘ সাথে কোমর দোলায়নি এমন মানুষ কমই আছে।

এবার সেই গানের সাথে স্কুলের ড্রেস পরেই মাতিয়ে দিল এক খুদে। একেবারে বড়দের স্টাইলে নেচে সবার মন জয় করে নিয়েছে ওই একরত্তি। ভিডিওটি আইএএস অফিসার অবনীশ শরণ ১৩ মার্চ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ভিডিওর ক্যাপশনে হার্ট ইমোজি তিনি লিখেছেন, ‘কিউটেস্ট কাঁচা বাদাম।’ ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়ে ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ২২ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওটি গুজরাটের একটি অঙ্গণওয়াড়ি কেন্দ্রের বলে জানা গিয়েছে। তবে ওই খুদের এমন নাচের স্টেপ মন ভরিয়ে দিয়েছে দর্শকদের।

Related Articles

Back to top button