ভারত ছাড়িয়ে উগান্ডায় পাড়ি দিলেন অভিনেত্রী মনামী ঘোষ! গানের জন্য এবার পেলেন আন্তর্জাতিক পরিচিতি, দারুন খুশি অভিনেত্রীর অনুগামীরা

নাচ, অভিনয় এবং মডেলিংয়ের মাধ্যমে এতদিন অনুগামীদের মাতিয়ে রাখতে দেখা গিয়েছিল জনপ্রিয় টলিউড অভিনেত্রী মনামী ঘোষকে। তবে সম্প্রতি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা গিয়েছে তাকে। এবং প্রথম গান প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চাঞ্চল্য ফেলে দিতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ এর মঞ্চে বিচারক হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে তাকে।
তবে তার পাশাপাশি এবার গানের দিকেও এগিয়ে যেতে দেখা গেল অভিনেত্রীকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান ‘ভিটামিন এম’। এবং তারপরেই সোশ্যাল মিডিয়ায় গানটি ভাইরাল হয়ে উঠেছে অভিনেত্রীর অনুগামীদের মধ্যে। তবে এবার একটি পোস্ট শেয়ারের মাধ্যমে গানের ব্যাপারে নিজের আরও একটি বড় সাফল্যের কথা ঘোষণা করতে দেখা গেল অভিনেত্রীকে।
View this post on Instagram
এদিন তার শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে উগান্ডার একদল বাচ্চা অভিনেত্রীর গানে নেচে উঠেছে। ক্যাপশন এর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন তার কাছে এটি একটি বড় পাওনা। পাশাপাশি ভারত থেকে ভালোবাসা জানাতে দেখা গিয়েছে তাকে। বলাই বাহুল্য অভিনেত্রীর অনুগামীরা তার এই আন্তর্জাতিক সাফল্যকে শুভেচ্ছা জানিয়েছেন এবং কমেন্টের মাধ্যমে তারা জানিয়েছেন অভিনেত্রীর আগামী গানের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তারা।