‘মিমি চক্রবর্তীর কন্ঠে অসাধারণ নৃত্য দেখে মন শিহরিত হয়ে উঠলো’- মিমির শব্দ দূষণবিহীন গানের ভিডিও ঘিরে তুমুল ট্রোল শুরু হলো সোশ্যাল মিডিয়ায়!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর সাথে সাথে তার আরো একটি পরিচয় আছে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তৃণমূলের সংসদ তিনি। তবে এই সবের পাশাপাশি তারা আরও একটি পরিচয় আছে তিনি একজন গায়িকা। খুব ভালো গানও গেয়ে থাকেন তিনি। এর আগে বেশ কয়েকটি গানের ভিডিও বেরিয়েছিল তার। এই বছর পূজোতেও দর্শকদের জন্য তিনি নিয়ে আসছেন ধামাকা দার উপহার হিসেবে গানের ভিডিও নিয়ে আসছেন তিনি।
পুজোর আগে তারকা সংসদের পুজোর গান আসতে চলেছে আর ইতিমধ্যে তার একটি প্রোমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গায়িকা অভিনেত্রী নিজেই ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় আর ক্যাপশনে তিনি লিখেছেন,“এবার আমাদের পুজো শুরু একটু আগে থেকেই… আসছি নিয়ে আমাদের পুজোর গান…stay tuned for more details ”
ভিডিওতে দেখা যাচ্ছে লাল পাড় সাদা শাড়ি এবং গয়না পড়েছেন তিনি এবং তার সাথে কাঁধে তুলে নিয়েছেন ঢাক। ঢাকের তালে পা মিলিয়ে নাচার সাথে সাথে গানও গাইছেন তিনি, ভিডিওটিতে সবথেকে আশ্চর্যজনক বিষয় হিসেবে যেটি দেখা গেল মিমি গান গাইলেও গানে কোন শব্দ নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মিমি গান গাইছেন কিন্তু কোন একটি গোলমালের জন্য ভিডিওতে শব্দটি আসেনি। নেটিজেনরা এই বিষয়টি নিয়ে মশকরা শুরু করেছেন।
তারা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“এরকম শব্দ দূষণ বিহীন গান আহা! এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি”, কেউ আবার মজা করে লিখেছেন,“ একটু দেখুন না, মমতাদির ভাষণের সময় এটা এপ্লাই করা যায় নাকি”, একজন আবার আরো একধাপ এগিয়ে গিয়ে লিখেছেন, “মিমি চক্রবর্তীর গলায় অসাধারণ নৃত্য দেখে মুন শিহরিত হয়ে উঠলো”। কেউ আবার লিখেছেন, “এত সুন্দর গান যারা শুনতে পাননি তাদের মনে প্যাচ আছে”