ভাইরাল ভিডিও

মাঝ রাস্তায় দাঁড় করিয়ে মীর আফসার আলীকে কান ধরে উঠবস করালেন মহিলা পুলিশেরা, ভাইরাল হল ভিডিও

সম্প্রতি রেডিও জীবনের দীর্ঘ পথ চলার সমাপ্তি ঘটেছে মীর আফসার আলীর। কিছুদিন আগে রেডিও মির্চি থেকে বিদায় নিয়েছেন তিনি। সম্প্রতি নিজের নতুন ব্র্যান্ড ‘ব্যান্ডেজ’ এবং ফুড ব্লগিং শো ‘ফুডকা’ নিয়ে দারুণ ব্যস্ত মীর। কিন্তু রেডিওর সাথে মীরের যে সম্পর্ক, সকাল হলেই মীরের কন্ঠে শো এবং সানডে সাসপেন্স মিস করেন তার ভক্তরা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে মীরের একটি ভিডিও, যা দেখে হতবাক হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার জনগণ।

মহিলা পুলিশ ঘিরে রয়েছে মীর কে এবং তাদের মাঝে কান ধরে দাঁড়িয়ে রয়েছেন মীর। কিন্তু কি এমন ঘটল যার জন্য মহিলা পুলিশেরা মিলিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখলেন তাকে। এর কারণটা অবশ্য মীর নিজেই জানিয়েছেন সকল কে।

মহিলা পুলিশেরা নাকি তাঁকে প্রশ্ন ছুঁড়েছেন, “আপনারা Awesome Saala – একটা আলগা মিউজিক ভিডিও বানান নি কেন? কত বছর আগে করবেন বলেছিলেন??!” এরপর মীর বলেন “আমি যদি ব্যান্ডেজের সাথে ‘Awesome Saala’ গানের একটা ভিডিও বানাই, যেখানে কোনও হিরো লাগবে না, কোনও হিরোইন লাগবে না, লাগবে শুধু কিছু ভয়ঙ্কর ডান্সার আর বাকিটা থাকবে কাঁচা, raw, rustic…। মাটির গন্ধ থাকবে সেই মিউজিক ভিডিওতে। কারণ মাটির মানুষ, খেটে খাওয়া মানুষ বড় বেশী আপন করে নিয়েছিলেন সেই গানটিকে। মানুষ কি পাশে দাঁড়াবে?”

 

View this post on Instagram

 

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

এরপর মীর নিজেই সকলকে প্রশ্ন করেন যে, “Awesome Saala গানটি নিয়ে যদি আমরা বিভিন্ন শহরের বাজারে-মলে, কলেজে, কিংবা ভিড়ে পারফর্ম করি, তোমরা কি থাকবে?” আর মীরের এই প্রশ্নের উত্তরে সকলেই ইতিবাচক উত্তরে ভরিয়ে তুলেছে কমেন্ট বক্স।

Related Articles

Back to top button