ভাইরাল ভিডিও

মন ফাগুন ধারাবাহিক নিয়ে চলছে তুমুল সমালোচনা! মিঠাই এর হাস্যকর প্লটকে ব্যবহার করা হচ্ছে মন ফাগুন ধারাবাহিকে, “ঋষি দ্য ড্রাইভার” কে নিয়ে ট্রোল হলো মন ফাগুন

স্টার জলসা এবং জি বাংলার মতো চ্যানেলগুলিকে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে গণ্য করা হয়। এই বাংলা চ্যানেলগুলিতে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখানো হয় যা বিনোদনের অন্যতম একটি ক্ষেত্র। তবে বর্তমানে টিআরপি লিস্টের লড়াইয়ে টিকে থাকতে গিয়ে গল্পের কোন মাথামুণ্ডু থাকছে না। আবার কখনো একটি চ্যানেলের কোন সিরিয়ালের গল্পের মোড়ে টুইস্ট আনতে গিয়ে কপি করা হচ্ছে অন্য চ্যানেলের সিরিয়ালকে।

সম্প্রতি মন ফাগুনে যা সব গল্প দেখানো হচ্ছে তাতে দর্শকেরা খুবই বিরক্তি প্রকাশ করছেন। এমন সব ঘটনা যার কোন কারণ নেই হঠাৎই ঘটে চলেছে। সাধারণ মানুষের পক্ষে যে সমস্ত ঘটনা বিশ্বাস করা কঠিন হয়ে উঠছে সেই ধরনের ঘটনাগুলি দেখানো হচ্ছে। ফলে নেটিজেনদের ক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে মন ফাগুনকে।

স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন শুরু হয়েছিল রোমান্টিক গল্প নিয়ে। এখন মন ফাগুনের গল্প যেই মোড়ে এসে দাঁড়িয়েছে সেখানে আর কোন রোমান্টিসিজম নেই। আছে শুধু ডিটেকটিভ গল্প অথবা থ্রিলার। যা দর্শকেরা একেবারেই পছন্দ করছেন না। ফলে প্রবল ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে ধারাবাহিককে।

মন ফাগুনের একটি প্রমোতে দেখানো হয়েছে যে টুরিস্ট বিভাগ থেকে পিহু কে পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছে। আর এইদিকে গল্পে পিহু কে প্রথমে টুরিস্ট গাইড হিসেবে দেখালেও পিহু ও ঋষির বিয়ের পর তাকে আর কাজ করতে দেখানো হয়নি। দর্শকদের কথায় তাহলে সে কি করে পুরস্কার প্রাপ্ত হতে পারে? এছাড়াও মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ কে যেমন “রিকি দ্য রকস্টার” হিসেবে ফেরানো হয়েছিল মন ফাগুনেও ঠিক তেমনি ঋষি আসছে “ঋষি দ্য ড্রাইভার” হিসেবে। এইভাবে দুটি ধারাবাহিকের ঘটনা একই রকম হওয়ায় দর্শকেরা ক্ষোভ উপড়ে দিচ্ছেন ধারাবাহিকের বিরুদ্ধে।

Related Articles

Back to top button