আস্তাকুঁড়েতে ফেলে যাওয়া সদ্যোজাতকে পরম মমতায় আগলাচ্ছে কুকুর মা! সারারাত পরম মমতায় আগলে রাখে শিশুটিকে

কথায় বলে ‘মা হওয়া নয় মুখের কথা জন্ম দিলেই হয় না মাতা’-মা সম্পর্কে এই কথাটি বাস্তবে ভীষণ ভাবে খাটে। অনেক সময় দেখা যায়, জন্ম দিয়ে সন্তান ফেলে রেখে কেউ পালাচ্ছেন, অপর কেউ আবার পরম মমতায় তাকে আঁকড়ে ধরছেন। সন্তান জন্ম দিয়েও সমস্ত দায়িত্বের থেকে পালিয়ে যায় – এমন দৃষ্টান্ত কম নয়! প্রায়ই দেখা যায় সদ্যোজাত শিশুকে আস্তাকুঁড়ে ফেলে পালিয়ে যাওয়া হচ্ছে, অনেক সময় নিজেদের সন্তানকে অনাথ আশ্রমের ফেলে দিয়ে পালিয়ে আসে কেউ, কেউ আবার সন্তান জন্ম দিয়ে হাসপাতাল থেকেই পালায়! সেই সদ্যোজাতকে আদর-যত্নে পালন করে নার্সেরা- এরকম দৃষ্টান্ত ও ঘটেছে।
আরও পড়ুন: আপনার শহরে দিদি নাম্বার ওয়ান এর অডিশন! আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন!
সম্প্রতি নবজাতক সন্তানকে আস্তাকুঁড়ে ফেলে পালিয়েছেন নিষ্ঠুর মা। নিজের সন্তান ভেবে সারারাত আগলে রেখেছে সারমেয়। এমনটাই ঘটেছে, যা দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে! ছত্রিশগড়ের অন্তর্গত মুঙ্গেলি জেলাতে এমন একটি ঘটনা ঘটেছে, যা দেখে মানবসমাজ লজ্জিত হয়ে পড়েছে আবারও। একদিন বয়সের কন্যা সন্তানকে তার মা ফেলে এসেছে আস্তাকুড়েতে! তারপরের ঘটনা আর আশ্চর্যজনক! মা যে সন্তানকে ফেলে দিলো তাকেই স্নেহ মমতায় আগলে রাখলো কুকুর! আসলে মাতৃত্ব এমন একটা বোধ, যা না থাকলে জন্ম দিয়েও মানুষ মা হয় না আবার থাকলে কুকুরও মা হয়।
It is difficult to believe the incident-
In Mungeli, Chhattisgarh, the parents threw the newborn in a pile of grass, there was another mother in the form of a dog nearby. When the villagers found the girl in the morning, there was not even a single scratch on her. pic.twitter.com/sJamWnjGcp
— Chiinmay Tiwari (@Chinmay_TI) December 19, 2021
গভীর রাতের অন্ধকারে একদল কুকুরের মাঝে নিজের সদ্যজাত সন্তানকে ফেলে গিয়েছেন মা! অবাক করার মত বিষয় এই যে, সারারাত ধরে কুকুরগুলো শিশুটির কোন ক্ষতি করা তো দূর, শিশুটির গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটেনি! বরঞ্চ পরম মমতায় শিশুটিকে আগলে রাখে কুকুরের দল, যাতে অন্য কোনো কেউ শিশুটির ক্ষতি না করতে পারে তার জন্য তারা শিশুটিকে পাহারা দেয়। নবজাতকের প্রাণ নেওয়ার বদলে তারা শিশুটির প্রাণ রক্ষা করে। সকাল হলেই কুকুরের দলের মাঝে শিশুটিকে দেখতে পায় গ্রামের মানুষ। এরপর তারা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: কোয়েলের ফিটনেসের পিছনে গোপন রহস্য ফাঁস! জিমের আগে কী করেন কোয়েল?
লোরমি থানার পুলিশ খবর পেয়ে দলবল নিয়ে সেখানে পৌঁছায় এরপর ঐ নবজাতকটিকে লোরমি মাতৃশিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে সেখানে ভর্তি করে দেওয়া হয়। এরপর তাকে চাইল্ড কেয়ার মুঙ্গেলিতে রেফার করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, শিশুটিকে যখন গ্রামের মানুষরা দেখে তখন তার গায়ে কোন রকম কাপড় ছিলোনা, সারারাত কুকুরদের মাঝেই ছিলো সে। তাই তাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেলেও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। এই ঘটনায়, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে তারা তদন্ত শুরু করে দিয়েছে।