দেশ রক্ষায় ব্যস্ত জামাইকে ভিডিও কলে জামাইষষ্ঠী পালন করলেন শাশুড়ি মা!‘এই জওয়ানদের জন্যই আজ আমরা নিশ্চিন্ত’ কমেন্টে লিখলেন নেটিজেন

দেশ রক্ষার কাজে যারা ব্যস্ত থাকেন তাদের জীবন অন্যান্যদের থেকে একটু আলাদা হয়। তাদের না থাকে দুর্গাপুজো না থাকে জামাই ষষ্ঠী, দেশ নিবেদিতপ্রাণ হয় তাদের। ঠিক যেমনটা হল সীমান্তে পাহারারত এক জওয়ানের ক্ষেত্রে। রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের জন্য যেখানে জামাইষষ্ঠীতে ছুটি ঘোষণা করা হয়েছে, তারা আনন্দে জামাইষষ্ঠী খেতে যান বছরের এই দিনটিতে, সেখানে সীমান্তে চাকরি করা জওয়ানদের জন্য এই দিনটিতে ছুটি নেই।
দেশ রক্ষায় ব্যস্ত তারা, তাই দুর্গাপুজো হোক অথবা জামাইষষ্ঠী, সবকিছুতেই তাদের সবার আগে দেশমাতৃকা, সবার আগে তাদের কর্মক্ষেত্র, সবার আগে তাদের ডিউটি। এই যে ঘরে ঘরে আজ জামাইষষ্ঠী পালিত হচ্ছে কত মিষ্টি কত বিভিন্ন রকমের পদ তৈরি করা হচ্ছে জামাইদের জন্য, এত নিশ্চিন্তের আরামের জীবন আমরা উপভোগ করতে পারছি সীমান্তে যেসকল মানুষগুলো তাদের জীবনের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে ডিউটি করছেন তাদের জন্যই। কিন্তু এদের জামাই ষষ্ঠী কেমন ভাবে পালিত হয়? শুনলে মন ছুঁয়ে যাবে আপনারও।
দেশ রক্ষার খাতিরে সীমান্তে কর্মরত জামাইয়ের জামাইষষ্ঠী পালন করলেন শাশুড়ি মা, ডিজিটাল ভাবে। হ্যাঁ ভিডিও কলে জামাইকে বরণ করলেন শাশুড়ি মা, মন ছুঁয়ে যাওয়া সেই ভিডিও ভাইরাল হলো মুহূর্তের মধ্যেই। ভাইরাল ভিডিওটি দেখা গেছে যে, একজন জওয়ান অভিনব কায়দায় জামাইষষ্ঠী পালন করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে স্ত্রী তার বাপের বাড়ি গিয়েছেন আর সেখানে তার মা ভিডিও কলে জামাই কে বরণ করে নিচ্ছেন।
ইন্ডিয়ান আর্মির জওয়ানের এই ভিডিওটি ইন্ডিয়ান আর্মি পাওয়ার নামের একটি ফেসবুক পেজে গত বছর ১৬ জুন পোস্ট করা হয়, সেই বছর এই ভিডিওটি ভীষণভাবে ভাইরাল হয়ে গিয়েছিল, আবার এই বছরও ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে এখনো পর্যন্ত ২ লাখ ১৫ হাজার মানুষের রিয়াক্ট পরেছে। ১০ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন ইতিমধ্যেই আর ১৪০০ র মত কমেন্ট পড়েছে ভিডিওতে।
ভিডিওর কমেন্ট বক্সে সকলে সেই আর্মি জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, সকলে বলেছেন যে এই মানুষগুলো আছে বলেই আজ আমরা নিশ্চিন্তে জামাইষষ্ঠী খেতে পাচ্ছি, এই মানুষগুলো আছে বলেই আজ আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। এদের লড়াই কে কুর্নিশ। একই সাথে জাওয়ানের স্ত্রীর বুদ্ধিরও প্রশংসা করেছেন সকলে, প্রশংসা করেছেন তার শ্বশুরবাড়ির লোকেদের।