ভাইরাল ভিডিও

‘দীর্ঘ ১২ বছরে নজরুল মঞ্চে এমন দৃশ্য দেখি নি’- নজরুল মঞ্চের কর্মীর চাঞ্চল্যকর দাবী থেকে কে কে মৃত্যুরহস্য নিল নতুন মোড়

৩১ শে মে বলিউডের জনপ্রিয় গায়ক কেকের অকালপ্রয়াণ ঘটার পর সঙ্গীত জগতের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ শোকাহত হয়ে পড়েছেন। গতকাল কলকাতার একটি কলেজে গানের অনুষ্ঠান উপলক্ষে হাজির হয়েছিলেন কে কে। নজরুল মঞ্চে হাজির হয়ে তিনি স্টেজ পারফরম্যান্স করেন এরপর বেশ কয়েকটি গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে প্রথমে তার হোটেলে নিয়ে যাওয়া হয় এবং তার পরেও অবস্থার উন্নতি না হ‌ওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: গিজগিজ করছে মানুষ ভিড়ের মধ্যেই অগ্নিনির্বাপক গ্যাস ছড়াতেই অসুস্থ হন কে কে? ভাইরাল ভিডিও ঘিরে উঠল প্রশ্ন!

জনপ্রিয় মৃত্যুর পর অসংখ্য প্রশ্ন দানা বেঁধেছে মানুষের মনে। কী কারণে তার মৃত্যু হলো? তার মৃত্যুর পিছনে কি শুধুই শারীরিক অসুস্থতার রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। অনেকেই বলেছেন স্টেজ পারফরম্যান্সের সময় এসি ঠিক মতো কাজ করছিলো না, মাত্রাতিরিক্ত গরম ছিল, এছাড়া একটি ভাইরাল ভিডিওতে আর এক সূত্র তরফ থেকে দাবি করা হয় যে অগ্নি নির্বাপক যন্ত্রের চালু হয়ে গিয়েছিল নজরুল মঞ্চা, যার ফলে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বের হতে থাকে। এইসব বিষয়গুলি নিয়ে যখন পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, বারংবার নজরুল মঞ্চ কর্তৃপক্ষকে কাঠগড়ায় তোলা হচ্ছে। তখনই এই সকল বিতর্কের মাঝে মুখ খুললেন নজরুল মঞ্চের এক কর্মী।

তার বক্তব্যের মধ্য দিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। দীর্ঘ ১২ বছর ধরে নজরুল মঞ্চে কর্মরত ওই ব্যক্তি দাবি করেন যে,“ আমি দীর্ঘদিন ধরে নজরুল মঞ্চে কর্মরত রয়েছি কিন্তু গতকালের মত দৃশ্য এর আগে আমি কখনও দেখিনি। কে কে র অনুষ্ঠানে যে সংখ্যক আসনসংখ্যা রাখা হয়েছিল গতকাল তার থেকে অনেক বেশি পরিমাণে মানুষ প্রবেশ করে আর এই কারণেই গোটা হলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।”

আরও পড়ুন: স্বামীর প্রাণ ফেরাতে তিরুপতি বালাজির মন্দিরে চুল কেটে দান করলেন বলিউড অভিনেত্রী দীপ্তি! মাথা ন্যাড়া সেই ছবি প্রকাশ করতেই নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ!

এর পাশাপাশি তিনি আরও বলেছেন যে,“ গতকাল সন্ধে সাতটা নাগাদ কে কে স্টেজে ওঠেন এরপর তিনি দর্শকদের উদ্দেশ্যে একের পর এক গান উপহার দিতে থাকেন এবং মাঝেমধ্যে গরমের জন্য ঘাম মুছতে স্টেজের পিছনেও চলে যান। দীর্ঘ ১ ঘন্টা ৪০ মিনিট ধরে চলে অনুষ্ঠানটি। কে কে র অনুষ্ঠানে আসনসংখ্যা ২৪৮২ হলেও প্রায় ৮ হাজারের কাছাকাছি মানুষ ভিতরে প্রবেশ করেন।”

এর পাশাপাশি এসি বন্ধ হওয়ার জল্পনা টি উড়িয়ে দিয়ে ওই ব্যক্তি আরো বলেন, “এসি কখনোই বন্ধ হয়ে যায়নি। তবে ঘরের মধ্যে এত ভিড় হয়ে যাওয়ার কারণে সেটি ঠিকমতো কাজ করছিল না আর দরজা খোলা ছিল।”

Related Articles

Back to top button