এত উচ্চ শিক্ষিতা তার উপরে এত বড় একজন অভিনেত্রী কিন্তু আদতে নেই কোন অহংকার! কলকাতার রাস্তার ধারে বসে ভাত খেয়ে অবাক করলেন ‘জুন আন্টি’ ওরফে উষসী চক্রবর্তী

উষসী চক্রবর্তী, বর্তমানে টলিপাড়ায় বেশ জনপ্রিয় মুখ। অভিনয় জগতে আগে কাজ করলেও বর্তমানে তাঁর জনপ্রিয়তা বেড়েছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীর হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন অভিনেত্রী। ধারাবাহিকে তাঁর চরিত্র নেতিবাচক হলেও মানুষের মনে গভীর দাগ কেটেছে তাঁর অভিনয়। তাইতো অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছেন তাঁর ব্যক্তিগত জীবনে কি চলছে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীও ঠিক তেমনি নিজের সোশ্যাল লাইফকে তাঁর অনুরাগীদের সঙ্গে সবসময় শেয়ার করে নিতে পছন্দ করেন। এক কথায় সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ তিনি।
সম্প্রতি এমনই একটি ভিডিও তাঁর প্রোফাইলে পোস্ট করতে দেখা গেছে। তাঁর জীবনের একটি দারুন অংশ তাঁর অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন তিনি। অভিনেত্রী জানান কলকাতার সেক্টর ফাইভ এলাকার একটি দোকানে শীতের জামা কাপড় কেনার জন্য যাচ্ছিলেন তিনি। কিন্তু তিনি কিছুই না খাওয়ায় একদিকে খুব খিদেও পেয়েছিল তাঁর। অভিনেত্রী সাথে থাকা বন্ধু অভিনেত্রীকে জানান যে এই চত্বরে কন্টিনেন্টাল, জাপানিজ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়।
কিন্তু ওই যে বলে টাকা থাকলেও খাওয়ার অভাব। অনেক টাকা থাকার পরেও সেদিন দুপুরে কোন বিদেশি খাওয়ার জোটেনে অভিনেত্রীর। যার কারনে তিনি রাস্তার ধারে এক ঝুপড়ি হোটেলে বসে ভাত, ডাল, ভোলা মাছের ঝাল আর চাটনি খেয়েছেন। তৃপ্তি সহকারে খাওয়ার এই ভিডিওই অভিনেত্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য যে অভিনেত্রীর কাছ থেকে এমন আচরণে সত্যিই বেশ অবাক হয়েছে নেট পাড়া।
View this post on Instagram