ভাইরাল ভিডিও

একদম ভয় পান না মহানায়িকা নুসরাত জাহান এবং সুপারস্টার যশ দাশগুপ্ত! মানুষ নয়, এবার বাঘের সাথে বন্ধুত্ব পাতালেন অভিনেত্রী নুসরত জাহান ও যশ দাশগুপ্ত! তাদের দুঃসাহসিক ফটো দেখে স্তব্ধ সোশ্যাল মিডিয়া

নুসরাত জাহান, একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি সাংসদ তিনি। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে কর্মকাণ্ডের জন্য কর্মজীবনের থেকে বেশি সংবাদে শিরোনামে উঠে আসেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জানার জন্য দর্শকদের কৌতূহল কম কিছু নয়। কিন্তু দর্শকও আবার অভিনেত্রী ব্যক্তিগত জীবন জানার পর তাঁকে নিয়ে সমালোচনা করতেও ছাড়েন না। কিন্তু অভিনেত্রীয় এসব কিছুতে বিশেষ পাত্তা দেন না। সম্প্রতি অভিনেত্রী ছুটি কাটাচ্ছেন তাঁর স্বামীর সঙ্গে থাইল্যান্ডে। আর সেখান থেকেই পোস্ট করছে অহরহ বিভিন্ন ছবি।

আমরা সকলেই জানি, অভিনেত্রী ঠিক কতটা একটিভ সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েক মাস পরেই অভিনেত্রীর উষ্ণ অবতারের ছবি সামনে এসেছে সকলের। গত সোমবার ফি ফি আইল্যান্ড থেকে অভিনেত্রী বিভিন্ন ছবি শেয়ার করেন। যা দর্শক মহলে বেশ উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে অভিনেত্রী পরনে দেখা গিয়েছিল বিকিনি। সেখানেও বেশ খানিকটা ট্রোল হয়েছিল অভিনেত্রী। কিন্তু সেসব কোন কিছুকেই পাত্তা না দিয়ে অভিনেত্রী ইনজয় করছে নিজের সোশ্যাল লাইফ। গত সোমবার নুসরাতের পরনে ছিল নীল রংয়ের বিকিনি, থাই স্লিট স্কার্ট, চোখে রোদ চশমা আর মাথায় টুপি।

কিছুক্ষণ আগেই অভিনেত্রী স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে কাটানো আরো কিছু ভালো মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যে ছবিতে অভিনেত্রী পরনে রয়েছেন হলুদ রঙের নেক স্লিভ ক্রপ টপ, আর ব্লু জিন্স। অন্যদিকে যশোর পরানো রয়েছে একটি হলুদ সাদা প্রিন্টের শার্ট আর ব্লু জিন্স। থাইল্যান্ডেরই কোন জু তে সময় কাটিয়েছেন দম্পতি। বাঘ ও চিতাবাঘের সঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। করেছেন হাতির সওয়ারি। আর সেই সমস্ত আনন্দের মুহূর্ত ভাগ করেছেন নেটিজেনদের সাথে। অল্প কয়েক ঘন্টা সময়ের মধ্যেই প্রায় ৪০ হাজারের কাছাকাছি মানুষ এই ছবি পছন্দ করেছেন।

বিশেষ সূত্রে খবর বলিউডে পা রাখতে চলেছেন বাংলার এই দুই অভিনেতা অভিনেত্রী। খুব শীঘ্রই আমরা নুসরাতকে দেখতে পাব সালমান খান সঞ্চালিত নন ফিকশন শো বিগবস এর নতুন সিজনে। যদি অভিনেত্রী এখনো নিজে কাউকে কিছু জানায়নি। তবে শুধু তাই নয় অভিনেত্রীর সাথে থাকবেন যশ দাশগুপ্ত। এছাড়াও যশ বলিউডের একটি কাজও করছেন। এবার এই দম্পতি বলিউডে ঠিক নিজেদের কতটা প্রতিপত্তি বিস্তার করতে পারে তা দেখার।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

Related Articles

Back to top button