নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে রঙ্গবতী গানের তালে দুর্দান্ত নাচ করলেন জনপ্রিয় নৃত্যশিল্পী দেবলীনা কুমার

সম্প্রতি কয়েকদিন আগেই অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং তার স্ত্রী জনপ্রিয় নৃত্যশিল্পী দেবলীনা কুমার গিয়েছিলেন মিয়ারকে ছুটি কাটাতে সেখানে ছুটির মুডে বিভিন্ন ছবি ভিডিও শেয়ার করেছেন দুজনে। গৌরব টেলিভিশন জগতের একজন অত্যন্ত পরিচিত অভিনেতা। একাধিক ধারাবাহিকে আমরা তাকে অভিনয় করতে দেখতে পেয়েছি। আর অন্যদিকে অভিনেতার স্ত্রী দেবলীনাও একজন অত্যন্ত সফল এবং জনপ্রিয় নৃত্যশিল্পী।
টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরেই তিনি নাচের কোরিওগ্রাফার হিসেবে রয়েছে। কিছুদিন আগেই টলিউড ইন্ডাস্ট্রির একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল। রঙ্গবতী গানটি আসা করি আপনাদের সকলেরই মনে আছে। সেই গানের নাচের কোরিওগ্রাফি দেবলীনাই করেছিলেন। আর সেই নাচ আজও দারুন জনপ্রিয়। এবারে সেই নাচই বিদেশের মাটিতে নাচলেন তিনি।
রবিবার দিন দেবলীনা নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাকে নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে রঙ্গবতি গানের তালে দুর্দান্ত নাচ করতে দেখা গেছে। ভিডিওতে অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের ক্রপ টপ, কালো টাইট ফুল প্যান্ট, পায়ে স্নিকার্স জুতো, কাধে তিনি ঝুলিয়েছেন স্লিং ব্যাগ আর মাথার উপর রয়েছে সানগ্লাস। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে। অসংখ্য নেটিজেন ভিডিও লাইক করেছেন।
View this post on Instagram