ভাইরাল ভিডিও

জেলের কয়েদিরা শান্তিতে ঘুমোতে পারছেনা রোদ্দুর রায় জন্য, দিনরাত অশ্লীল ভাষায় গান গেয়ে চলেছেন তিনি জেলের ভেতরে

বেশ কয়েক সপ্তাহ কেটে গিয়েছে গোয়া থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে রোদ্দুর রায় কে। বর্তমানে তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য তাকে গ্রেফতার করা হয়। বর্তমান সময়ে রোদ্দুর রায় কে চেনেন না এমন কেউ নেই। যারা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তারা সকলেই রোদ্দুর রায়ের ভিডিও দেখেছেন কখনো না কখনো। তিনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় কখনো কবি কখনো কোন ব্যক্তিত্ব সকলকে নিয়েই এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন আর এই করেই তিনি নিজের ফলোয়ার সংখ্যা বাড়িয়েছেন। আর এই সমস্ত ভিডিও বানিয়ে তার আয় হয়।

আরও পড়ুন: জিতের বন্ধন সিনেমার ছোট্ট অংশু বড় হয়ে অভিনয় করেছিলেন কে আপন কে পর ধারাবাহিকেও! হ্যান্ডসাম হয়ে গেছে তাই চিনতে পারেননি তাকে, দেখে নিন এক ঝলক!

বর্তমানে তিনি জেলে বন্দী হলেও তাতে তার কিছুই যায় আসে না এর মধ্যেই মাঝরাতে চিৎকার করে গান গেয়ে ওঠেন। অকথ্য ভাষায় গালাগালি করে বিভিন্ন কথা বলতে থাকেন। জেল বন্দীদের মোক্সাবাদ শেখান। ভাবা যায় যেখানে তিনি জেলে বন্দি রয়েছেন তিনি কয়েক সপ্তাহ ধরে। তার বিরুদ্ধে মামলা চলছে সেখানে তিনি স্বাধীন এবং শান্ত মাথায় কি করে জেলের মধ্যে গান গেয়ে দিন কাটাচ্ছেন নিজের মতো করে কথা বলছেন।

আরও পড়ুন: ক্যান্সার জয়ী ঐন্দ্রিলাকে পুরস্কৃত করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী! পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়ে আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেল অভিনেত্রীর!

কসবার স্বষোঘিত ‘ডন’ সোনা পাপ্পু র সঙ্গে এই মুহূর্তে রোদ্দুর রায় এর সঙ্গে জেল ঘরে রয়েছেন। ভাবা যায় রোদ্দুর রায়ের জ্বালায় নাকি ডন ঘুমোতে পারছে না। রোদ্দুর রায় রাত বিরেতে ডেকে বলছেন, “এবার উঠে পড়ো ভাই। সবাই ওঠো। রাতে কেউ ঘুমোয় নাকি? চল তোমাদের গান শোনাই।” ব্যাপারটি বেশ মজার ও হাস্যকর। কিন্তু রোদ্দুর রায় এর অত্যাচারে ঘুম ছুটেছে বন্দিদের। ইতিমধ্যে তারা নাকি রোদ্দুর রায়ের অন্য জায়গায় স্থানান্তর হওয়ার আর্জি জানিয়েছেন।

Related Articles

Back to top button