একমুখ দাড়ি গোঁফ নিয়ে শাড়ি গহনা পরা পুরুষ টেক্কা দিলেন সুন্দরী নারীদেরকেও! তুমুল ভাইরাল ছবি

নারীর রূপ সৌন্দর্য পরিপূর্ণভাবে প্রকাশ পায় শাড়িতে। আধুনিক যুগে নারীরা যতই স্মার্ট হয়ে আধুনিক পোশাক পরুন না কেন, শাড়িতেই তারা সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠেন। ভারতীয় সংস্কৃতির সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই পোশাক। বর্তমানে তো আধুনিক পোশাক হিসেবেও মডেলরা মডেলিং এর সময় শাড়ি পরে থাকেন। তবে যুগের বদলের সাথে সাথে বর্তমানে মানসিকতারও বদল হচ্ছে। তাই অনেক সময় এখন দেখা যায় ছেলেরাও শাড়ি পড়েন।
আরও পড়ুন: স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়ানোর টাকা ছিলনা আমজাদের কাছে! লজ্জায় আর হাসপাতালমুখো হননি আমজাদ
হ্যাঁ যারা বিভিন্ন হাস্যরসাত্মক ট্রোলিং ভিডিও বা মিম বানান, সেই সব ভিডিও গুলোই চোখ মেললেই দেখা যায় একজন পুরুষ শাড়ি পরে রয়েছেন এবং মায়ের ভূমিকায় অভিনয় করছেন, খারাপ লাগে না দেখতে! চোখে একটু বদল বদল লাগে মাত্র। সম্প্রতি মানুষের এই কেমন কেমন লাগে জিনিসটা যাতে ঘুচে যায়, তাদের চিন্তাধারা ও মানসিকতায় যাতে বদল আসে সেই কারণে শাড়ি পরেছেন পুষ্পক সেন। তিনি সমাজকে এই বার্তাটা দিতে চান যে শাড়ি পুরুষও পরতে পারেন। শুধু মানুষের চিন্তাধারার বদল দরকার।
মানুষের চিন্তাধারার বদল ঘটানোর জন্যই স্বেচ্ছায় শাড়িকেই ফ্যাশন হিসেবে বেছে নিয়েছেন কলকাতার এই ফ্যাশন ইনফ্লুয়েন্সার। বং মুন্ডা বলে নিজেকে পরিচয় দেন তিনি। বর্তমানে তার সাহসী পদক্ষেপ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন সকলে। শুধু মহিলা নয়-পুরুষরাও যে শাড়ি পরিধান করতে পারেন, তাই দেখিয়ে দিলেন তিনি। শাড়িকে বিভিন্ন রকম স্টাইলে পরে দেখিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন: ‘বুড়ি কেবল কচি সাজে’! ইস্মার্ট জোড়ির মঞ্চে দর্শকদের কড়া মন্তব্যের মুখোমুখি সোনালী
একজন পুরুষ হয়ে শাড়ি পড়েছেন তিনি কিন্তু দাড়ি গোঁফ কাটেননি। কারণ শাড়ি পরলেই যে দাড়ি গোঁফ কেটে ফেলতে হবে এমন মানসিকতা তার নেই। তাই এক মুখ দাঁড়ি গোঁফ এর সাথে শাড়ি গায়ে জড়িয়েছেন তিনি আবার শাড়ির সাথে ম্যাচিং গয়না, পরেছেন। তার কোন কোন ছবিতে আবার দেখা যায় কপালে লাল রঙের টিপ পরেছেন তিনি। তার এই অন্যরকম লুক রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শোভাবাজারের একটি চায়ের দোকানে একবার চা খেতে যান পুষ্পক, সেই সময় আশেপাশের মানুষদের কৌতুহলী দৃষ্টি দেখে তিনি ভাবেন এই চিন্তা ধারা বদলের দরকার আছে। এরপর শাড়ি পরে শুধু কলকাতা নয় বিদেশেও গিয়েছেন তিনি। ইতালি রাস্তাতে কপালে লাল টিপ আর শাড়ি পরা তার ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে।
এখানেই শেষ নয় কখনো দেখা যায় ব্লাউজ ছাড়া লাল পাড় সাদা শাড়ি পড়েছেন তিনি, কখনো আবার দেখা যায় নাকে নথ নিয়ে জমকালো বেনারসি পরে ফেলেছেন। আজ বং মুন্ডা নামে পরিচিত পুষ্পকের ১৯ হাজারেরও বেশি ফলোয়ার। শাড়ির পাশাপাশি কুর্তি লেগিন্স বা জিন্স এথনিক কুর্তাও পরেন তিনি। মোদ্দাকথা এখন স্টাইলের অন্য নাম তিনি। শাড়ি পরে তার স্টাইল দেখে অন্যরকম লাগলেও খুব একটা খারাপ যে লাগে না তা অনেকেই স্বীকার করেন।