ইউটিউবারের উপর প্রচন্ড রেগে গিয়ে তাকে থাপ্পড় মারলেন রানুদি! ভিউ কমেন্ট পাওয়ার জন্য রানু মন্ডলের সাথে মজা করেছিল তারা!

লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া মানুষটির নাম রানু মন্ডল। রানাঘাটের রানু মন্ডল একটি গানে ভাইরাল হয়ে যাওয়ার পর লতা কন্ঠী রানু মন্ডল হিসেবে পরিচিতি পেয়ে যান। তারপর গানের দৌলতে তিনি পাড়ি দেন মুম্বাই, সেখানে হিমেশ রেশমিয়ার সাথে ‘তেরি মেরি’ গান গেয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই লাইমলাইট খুব শীঘ্রই হারিয়ে ফেলেন রানুদি, আবার পুরনো আশ্রয়ে ফিরে আসতে হয় তাকে।
এরপর বিভিন্ন ইউটিউবাররা হাজির হয় তার বাড়িতে, তাকে নিয়ে ভিডিও বানিয়ে তারা লাইক , কমেন্ট , ভিউ, সাবস্ক্রাইব পেতে চান। সম্প্রতি এই রকম একদল ছেলে রানু দিদির বাড়িতে হাজির হয়েছিলেন ভিডিও করবার জন্য। তারা ভিডিওতে রানু দিদিকে নাচ গান করতে বললে রানু নাচ-গান করে। এরপর তারা রানুদি কে জিজ্ঞেস করে যে, সে কোথায় প্রস্রাব করে? রানু দিদি বলেন যে, তিনি বারান্দায় প্রস্রাব করেন এবং এরপর জল ঢেলে দেন।
এরপর ওই ইউটিউবার তাকে বলে যে, তার মাথায় উকুন। রানাঘাট স্টেশনে ভিক্ষা করার সময় তার মাথায় উকুন আসে। এই কথাটিতে রানুদি যথারীতি রেগে যান এবং তিনি অশ্রাব্য ভাষা বলে ছেলেটির গালে জোরে থাপ্পড় কষেন। পরে যদিও ছেলেটি বলে পুরোটাই মজা কিন্তু রানু বলেন, মজা হলেও আমি রেগে গিয়েছি। তিনি ইউটিউবারকে ‘শালা মিথ্যাবাদী’ বলে চেঁচাতে থাকেন।
এই ভিডিওটি সামনে আসতে মানুষ প্রশংসা তো করেন নি, উল্টে প্রচন্ড নিন্দা করেছেন। সামান্য লাইক কমেন্ট পাওয়ার জন্য একজন মানুষের সাথে এই রকমের মজা করা অনুচিত ও নোংরা মানসিকতার লক্ষণ বলে জানিয়েছেন নেটাগরিকরা। তারা কিছুতেই রানুদি কে জিজ্ঞেস করা এই ধরনের কথাবার্তা কে সমর্থন করতে পারছেন না এবং মেনে নিতে পারছেন না।