ভাইরাল ভিডিও

কি কান্ড! পরণে লেহেঙ্গা চোলি, হাঁটুর বয়সী যুবকের কোলে উঠে যা করলেন রানু মন্ডল! দেখুন ভিডিও

বর্তমান প্রজন্মের মানুষের জীবনযাত্রায় সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মিডিয়ার দৌলতে প্রতিদিন বহু ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও গুলির মধ্যে থাকে, নাচ গান আঁকা, রান্না, হাস্যকৌতুকের ভিডিও। এই সোশ্যাল মিডিয়ার, মাধ্যমে বহু প্রতিভাবান মানুষের খোঁজ পাওয়া গেছে। লকডাউনের সময় মানুষ যখন ঘরবন্দী ছিল তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রতিভাকে তুলে ধরত। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর, রানাঘাটের রানু মন্ডল প্রভৃতি গুণীজনেরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রানু মন্ডলকে একজন যুবকের কোলে উঠতে।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর রানুমন্ডল একটা সময় পৌঁছে গিয়েছিলেন বলিউডের রেকর্ডিং স্টুডিওতে। সেখানে গান রেকর্ড করার পর তিনি ফিরে এসেছেন রানাঘাটে নিজের সেই পুরানো বাড়িতে। আর তারপর থেকেই বিভিন্ন ইউটিউবাররা তাকে নিয়ে মজার ভিডিও তৈরি করেন। যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল এ পরিণত হয়।

রামু মন্ডলের যখন মন ভালো থাকে তখন ইউটিউবারদের কথা মতো তিনি ভিডিও করেন। কিন্তু মন ভালো না থাকলে তিনি ইউটিউবারদের সাথে খারাপ আচরনও করেন। তবে রানুমন্ডলের উদ্ভট আচরণ নিয়েও ইউটিউবাররা নানা হাসির ভিডিও তৈরি করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রানু মন্ডল কে একটা লাল ব্লাউজ, আকাশী রঙের ঘাগরার সঙ্গে আকাশী রঙের ওড়না নিতে। এর সঙ্গে তিনি মানানসই গয়না ও চুলে লাল ফুল দিয়ে সেজেছেন। ইউটিউবার ছেলেটির সাথে রানুমন্ডল কে দেখা যাচ্ছে গ্রামের পথে রোমান্টিক মুডে হাতে হাত ধরে হাঁটতে। তবে এখানে রানু মন্ডল কোনো গান বা কথা বলছেন না ব্যাকগ্রাউন্ডে বাজছে অন্য মিউজিক।

এক সময় ওই ইউটিউবার ছেলেটি রানু মন্ডলকে কোলে তুলে নেয়। রানু মন্ডল পুরো ব্যাপারটিকে বেশ এনজয় করছে। বিভিন্ন ইউটিউবাররা আসলে রানু মন্ডল কে কনটেন্ট হিসেবে ব্যবহার করেন। অনেকেরই চ্যানেল চলে এই রানুমন্ডল কে ঘিরে।

Related Articles

Back to top button