ভাইরাল ভিডিও

স্লিভলেস পোশাকে খোলা মাঠে উদ্দাম নাচ সুপারস্টার ঋত্বিকা সেনের! অভিনেত্রী ঋত্বিকা সেনের ‘রা রা রেড্ডি’ নাচ দেখে মুগ্ধ নেটদুনিয়া

অভিনেত্রী ঋত্বিকা সেন। সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন। টলিউডের পর্দায় তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার পর্দায় তিনি নিত্যদিন ধরা দেন। মাঝেমধ্যেই বিভিন্ন ছবির ভিডিও আপলোড করতে থাকে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সেরকমই একটি রিল ভিডিও পোস্ট করলেন। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম এ পোস্ট করা রিল ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী রা রা রেড্ডি গানের সঙ্গে অসাধারণ নাচ করছেন। ভিডিওটিতে অভিনেত্রীর পরনে রয়েছে কমলা রঙের প্রিন্টেড স্লিভলেস সালোয়ার এবং কমলা রঙের পাটিয়ালি প্যান্ট। চুল পনিটেল করে বাঁধা এবং প্রাকৃতিক সৌন্দর্যই রিল ভিডিওতে ধরা দিয়েছেন অভিনেত্রী। প্রকৃতির কোলে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে এই রিল ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর অসাধারণ নৃত্য ভঙ্গিমা দর্শকদের নজর কেড়েছে। সকলেই অভিনেত্রীর নাচের এই ভিডিওটি দারুন পছন্দ করেছেন। ইতিমধ্যেই ২৩ হাজার মানুষ ঋত্বিকা রিয়েল ভিডিও লাইক করেছে এবং অসংখ্য মানুষ কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন ঋত্বিকার কমেন্ট বক্স। প্রত্যেকে কমেন্ট বক্সে প্রশংসায় জানিয়েছেন ঋত্বিকার নাচের।

বর্তমান টলিউডের রূপলি পর্যায় খুব একটা দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। তবে শেষ বার তাকে দেখার কি ছিল গত বছর পূজোতে অভিনেতা সম্রাট মুখার্জির একটি মিউজিক অ্যালবামে। সেখানে অভিনেতার স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল ঋত্বিকাকে। যা নিয়ে বেশ ট্রোল হয়েছিল অভিনেত্রী। কারণ বহুবছর আগে স্টার জলসার এক ধারাবাহিকে সম্রাট ঋত্বিকার বাবার চরিত্রে অভিনয় করেছিল।

 

View this post on Instagram

 

A post shared by Rittika Sen (@rittika_sen)

Related Articles

Back to top button