ভাইরাল ভিডিও

৬ আঙুল দিয়ে পিয়ানোর সামনে বসে রবীন্দ্র সংগীত ‘তুমি রবে নীরবে’ বাজাচ্ছেন হৃত্বিক রোশন! বিশ্বকবির জন্মদিনে ভাইরাল হলো ভিডিও

আজ ২৫শে বৈশাখ। বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এ দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব, কালজয়ী কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো সুখে-দুঃখে বিশ্ব বাঙালির বড় আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিশীলতায় আজো মুগ্ধতার রং ছড়ানো। যত দিন যাচ্ছে নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছেন বাঙালি এই মনীষী।বাংলা আর বাঙালির নবজাগরণের অন্যতম পথ প্রদর্শক রবি ঠাকুর মানুষের মনে জায়গা করে নিয়েছেন অনন্য আলো হয়ে। সাহিত্যের এমন কোনও শাখা নেই যেখানে তার ছোঁয়া লাগেনি। তার গান প্রতিদিন প্রতিক্ষণ দোলা দেয় বাঙালি মনে। দু’বছরের নানা সংকট কাটিয়ে এবার নানা আয়োজনে পালন করা হচ্ছে রবীন্দ্রজয়ন্তী।

আরও পড়ুন: হাতে কোনো ছবি নেই, তাই শেষ পর্যন্ত রাস্তায় নেমে সেলফি তুলে টাকা রোজগার সারা আলি খানের! ভাইরাল হলো ভিডিও

সোশ্যাল মিডিয়া সকাল থেকেই ভরে উঠেছে আট থেকে আশিদের কবিগুরুর উদ্যেশ্যে করা নানা সৃষ্টিশীল নাচ, গান ,আবৃত্তি, নাটকের দ্বারা। দিকে দিকে পূজিত হচ্ছেন ভগবানের ন্যায় কবিগুরু। তবে এরই মাঝে একটি ভিডিওতে গিয়ে সবার নজর আটকাচ্ছে। কি সেই ভিডিও জানতে যান? আসুন তাহলে জেনে নিন। পিয়ানোর সামনে বসে অবলীলায় রবীন্দ্র সংগীত ‘তুমি রবে নীরবে’ বাজাচ্ছেন হৃত্বিক রোশন।

একেবারে অনায়াসে যেনো বলিউড এই অভিনেতা বাজিয়ে চলেছেন বাংলা গানের সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব তাই নিয়েই প্রশ্ন উঠেছে। একেবারেই যাঁর বাংলা ভাষার সাথে কোনো পরিচিতি গড়ে ওঠেনি, আবার এমনও নয় যে উনি কলকাতায় ঘন ঘন আসেন। তাহলে কিভাবে এমন অসাধারণ ভাবে বাজিয়ে চলেছেন ঋত্বিক রোশন! তাজ্জব হয়ে গিয়েছেন সবাই একবাক্যে।

আরও পড়ুন: মালা বদলের সময় সমরেশ কে ঠেলা মেরে সরিয়ে দিয়ে বুবাইয়ের সাথে বিয়ে হয়ে গেলো দেবীণার! লীনা গঙ্গোপাধ্যায়ের ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে নতুন টুইস্ট

তবে এর পেছনে কিন্তু অন্য রহস্য লুকিয়ে আছে। ভিডিওটি রবীন্দ্রনাথের ১৫৯ তম জন্মবার্ষিকীতে এক নেটিজেন এডিট করে বানিয়েছিলেন৷ মাত্র ২১ দিন পিয়ানো শেখার পর ঋত্বিক রোশন একটি পিয়ানো বাজানোর ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর অনুরাগীদের তো শেষ নেই। তাঁদের মধ্যেই কেউ একজন, ‘তুমি রবে নীরবে’র টিউন বাজিয়ে ভিডিওটি এডিট করে পোস্ট করে ফেলেছেন। ওই অনুরাগীর নাম লক্ষ্মণ দাস। ভিডিওটি দেখে প্রথমে তো একেবারে হাঁ হয়ে গিয়েছিলেন নেটাগরিকরা তারপর ফাঁস হলো ভিডিওর আসল রহস্য। যদিও ভিডিওটি চমৎকার এডিট হয়েছে বলে প্রশংসা করেছেন সবাই।

Related Articles

Back to top button