ভাইরাল ভিডিও

“শিল্পী হিসেবে কোনো এথিক্স নেই রূপঙ্করের?” স্যান্ডি সাহার পরে এবার রোদ্দুর রায়ের নিশানায় রূপঙ্কর বাগচী! অশ্রাব্য গালিগালাজ দিয়ে রূপঙ্করকে থামতে বলেন রোদ্দুর

বলিউডের জনপ্রিয় শিল্পী কৃষ্ণ কুমার কুন্নাথ কে নিয়ে বাংলার সঙ্গীত অনুরাগীদের মাতামাতি দেখে রূপঙ্কর বাগচী বলেছিলেন-“Who is kk?” এছাড়া তিনি আরো বলেছিলেন যে, “কে কে সত্যি খুব ভালো গায়ক। কিন্তু ওর লাইভ ভিডিও দেখার পরে উপলব্ধি হলো কে কে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন বাংলার শিল্পীরা কোনো অংশে কম নন। আমি,রূপম ইসলাম,অনুপম রায়, সোমলতা আচার্য্য আমরা সবাই কেকের থেকে ভালো গান গাই। আপনারা আমাদের নিয়ে সেই উত্তেজনা কেন বোধ করেননা বলুন তো?”- রূপঙ্কর বাগচীর এই কথা বলার কয়েক ঘন্টা পর কাকতালীয়ভাবে নজরুল মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন কেকে আর তার কিছুক্ষণ এরপরই তার মৃত্যু হয়। এরপর সবাই মিলে শুরু করেন রূপঙ্কর বাগচীকে তুলোধনা করতে।

আরও পড়ুন: অভিষেকের মৃত্যুর দু’দিন আগেই তার সাথে কাজ করতে চাননি টলিউডের জনপ্রিয় এই নায়িকা, মৃত্যুর পর করেছেন কান্নাকাটি! বিস্ফোরক দাবি অভিষেক স্ত্রী সংযুক্তার!

রূপঙ্কর যদিও বলেছিলেন, আমার কেকের প্রতি কোনো ঈর্ষা নেই, আমি শুধু বলতে চেয়েছিলাম মুম্বাই কে নিয়ে এত মাতামাতি করছেন বাংলার দিকে একটু তাকিয়ে দেখুন। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।- কিন্তু তার এই সাফাই কেউ শোনেননি। বিগত কয়েক দিন ধরে স্যান্ডি সাহা থেকে শুরু করে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে রীতিমত ট্রোলিং করতে শুরু করেছেন। সাংবাদিক মৌপ্রিয়া নন্দী ও তার এই বক্তব্যের সমালোচনা করেন।

অন্যদিকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা এই ট্রোলিংয়ের ফলে রূপঙ্করের মনের ওপর মারাত্মক চাপ পড়তে পারে বুঝে ট্রোলারদের ক্ষান্ত হতে অনুরোধ করেন। তিনি বলেন, আপনারা যা শুরু করেছেন এরপর রূপঙ্করদার কোন ক্ষতি হলে আপনারা মেনে নিতে পারবেন তো? এইসব এর পেছনে রূপঙ্কর দা কে দায়ী না করে আসলে কে কের মৃত্যুর পিছনে কারা দায়ী তাদের খুঁজে বার করুন।

আরও পড়ুন: স্বামী হারাধন বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন আগেই, এবার না ফেরার দেশে পাড়ি দিলেন হারাধন বন্দ‍্যোপাধ‍্যায়ের স্ত্রী পরিণীতা, কেকের মৃত্যুর দিন‌ মঙ্গলবারই প্রয়াত হন ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির জনপ্রিয় এই অভিনেত্রী

জনপ্রিয় গায়ক নচিকেতাও রূপঙ্করকে সমর্থন করে বলেন, রূপঙ্কর অভিমানবশে একটা কথা বলেছেন, সেটা আপনারা বুঝতে পারছেন না? কিন্তু ট্রোলিং থামে না। এইবার বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায় কুৎসিত গালাগালিতে ভরা একটি ভিডিও বানিয়েছেন রূপঙ্কর কে নিয়ে। অশ্রাব্য গালিগালাজ দিয়ে রূপঙ্করকে রোদ্দুর নির্দেশ দিয়েছেন,“এবার থামো।” এর পাশাপাশি রোদ্দুর আরো বলেন, তিনি নিজে বেশি ভালো গান করেন সেটা তিনি মনে করতেই পারেন। তাই বলে সবার সামনে আমি বেশি ভালো গান গাই ওর গান কেন শুনবে এইসব বলা কেন? সরাসরি রূপঙ্করের প্রতি তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, “শিল্পী হিসেবে কোন এথিক্স নেই রূপঙ্করের?”

Related Articles

Back to top button