মানসিক ভারসাম্য হারিয়েছেন রূপঙ্কর! কেকে-কে নিয়ে উদ্ভট মন্তব্য করেছিলেন মানসিক ভারসাম্য হারানোর কারণেই?

বলিউডের বিখ্যাত গায়ক কে কে নজরুল মঞ্চে লাইভ পারফরম্যান্স করতে এসেছিলেন, তার লাইভ পারফর্মেন্সে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ঢল দেখে রূপঙ্কর বাগচী বলেন,“ কে কে সত্যিই খুব ভালো গায়ক কিন্তু ওর লাইভ ভিডিও দেখার পরে উপলব্ধি হলো কে কে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন বাংলার শিল্পীরা কোন অংশে কম নয়। আমি, রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য আমরা সবাই কেকের থেকে ভালো গাই।” তার এই বক্তব্য শোনার পরেই চটে গিয়েছিলেন নেটিজেনরা এরপর কাকতালীয়ভাবে এই ঘটনার কয়েক ঘন্টা পরে অসুস্থ হয়ে মারা যান কে কে, যার ফলে রীতিমতো জনরোষের মুখে পড়েন রূপঙ্কর বাগচী।
এই ঘটনার পর তিনি লাইভে যে সমস্ত গায়ক গায়িকাদের নাম নিয়েছেন তাদের মধ্যে থাকা ইমন চক্রবর্তী বলে বসেন, রূপঙ্কর দা যা বলেছেন তা একান্তই তার নিজের বক্তব্য তবে তিনি এই বক্তব্যে ভীষণ বিব্রতবোধ করেছেন। রূপঙ্করের এই বক্তব্যের পর একমাত্র নচিকেতা ছাড়া কোন শিল্পী তার পাশে দাঁড়ান নি। সমস্ত সঙ্গীতপ্রেমী শ্রোতারা ক্ষোভ উগরে দিয়েছেন রূপঙ্কর বাগচীর উদ্দেশ্যে। রূপঙ্কর যে বলেছিলেন,“who is kk” এই একটি প্রশ্নের জেরে উত্তাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
রূপঙ্কর যদিও পরে বলেছিলেন যে তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছিল। তিনি বলতে চেয়েছিলেন,“ মুম্বাই কে নিয়ে এত মাতামাতি করে যাচ্ছেন দক্ষিণ ভারত কে দেখুন, পাঞ্জাবকে দেখে শিখুন, ওড়িশাকে দেখুন। বাঙালি হন। বাঙালি হন প্লিজ! সম্প্রতি রূপংকরের অনেক আগের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে অদ্ভূত সব কাণ্ড কারখানা করছেন গায়ক।
আরও পড়ুন: শ্রীদেবীর ভক্ত হয়েও দাদাগীরির মঞ্চে এসে মাধুরীর গানে নাচ করলেন মিঠাই! অবাক হয়ে গেলেন মিঠাই ভক্তরা
ভিডিওতে দেখা যাচ্ছে অদ্ভুত রকমের মুখের ভঙ্গিমা করছেন গায়ক। এর পাশাপাশি তিনি মুখের নানান রকম অঙ্গভঙ্গিও করছেন এবং অদ্ভুত ভঙ্গিমা করে হাসছেন। কখনো তাকে দেখা যাচ্ছে গান গাইতে গাইতে স্ত্রীর সাথে হাসাহাসি করতে কখনো বা দেখা যাচ্ছে কুকুরের সাথে মশকরা করতে। গায়কের এই ভিডিও ভাইরাল হওয়ার পরই তার মানসিক সুস্থতা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। নেটিজেনদের মধ্যে অধিকাংশ মানুষ তার এই সকল অদ্ভুত কান্ড কারখানা দেখে মন্তব্য করেছেন যে মানসিক ভারসাম্য হারিয়েছেন রূপঙ্কর। অনেকে আবার এই বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলেছেন যে, এই কারণেই হয়তো কেকে কে নিয়ে এমন উদ্ভট বক্তব্য করেছিলেন গায়ক।