‘এই মুহূর্তে আপনার মৃত্যুবরণ করা উচিত’! গান ভালো না লাগায় শ্রোতার মৃত্যু কামনা করেছেন রূপঙ্কর! ভাইরাল পুরোনো ভিডিও

কেকে কে নিয়ে রূপঙ্কর বাগচীর বলা মন্তব্য নিয়ে উত্তাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। রূপঙ্কর বাগচীর বলা বক্তব্য-who is kk?- এই কথা কে কেন্দ্র করে নেটাগরিকরা গায়ক কে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলোধোনা করতে শুরু করেন। রূপঙ্কর বলেছিলেন যে, আপনারা কে কে কে নিয়ে এত উত্তেজনা বোধ করছেন কিন্তু আপনারা আমাদের নিয়ে এত উত্তেজনা কেন বোধ করেন না বলুন তো? এর উত্তরে স্যান্ডি সাহা বলেন, “আপনি যদি কোনো খোলামঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে মিও আমোরের থিম সং গান তাহলে উত্তেজনা কীভাবে আসবে বলুনতো কাকু?”
এরপর সাংবাদিক মৌপ্রিয়া নন্দী থেকে শুরু করে ইমন চক্রবর্তী প্রত্যেকেই রূপঙ্কর বাগচীর বলা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। ইমন বলেন রূপঙ্কর দা নিজের লাইভে তার নাম নেওয়ায় তিনি যথেষ্ট পরিমাণে বিব্রত হয়েছেন। মৌপ্রিয়া নন্দী বলেন, এটা একজন শিল্পীর বলা বক্তব্য হতে পারে না। কুৎসিত গালিগালাজ ভরা একটি ভিডিও তৈরি করেন রোদ্দুর রায়, যেখানে তিনি পরিষ্কার বলেন যে, আপনি ভালো গান এটা আপনার মনে হতেই পারে, কিন্তু আমরা কার গান শুনবো, শুনবো না এটা বলে দেওয়া একজন শিল্পীর এথিকস হতে পারে না।
এরপর রীতিমতো হুমকি মেসেজ এবং ফোন আসতে শুরু করে রূপঙ্কর বাগচীর ফোনে। যে কারণে তার পরিবারকে থানায় যোগাযোগ করতে হয় এবং তার বাড়ির পাশে পুলিশ পোস্টিং হয়। গত কয়েক দিনের এই চাঞ্চল্যকর ঘটনার পর সম্প্রতি রূপঙ্কর বাগচী নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। তবে উত্তেজনা এতেও থামেনি। সম্প্রতি রূপংকরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আকাশ আটের একটি অনুষ্ঠানের ভিডিও এটি।
যেখানে দেখা যাচ্ছে একটি ফোন কলে কোন এক শ্রোতা জানিয়েছেন যে রূপঙ্করের গান তার ভাল লাগেনি। এরপর রূপঙ্কর বলেছেন যে “এটি নিঃসন্দেহে একটি ভালো গান, আপনার যদি ভালো না লাগে তাহলে আমার মনে হয় আপনি এগোতে পারছেন না। আপনার এই মুহূর্তে মৃত্যু বরণ করে নেওয়া উচিত।”- তার এই ভিডিওর কমেন্ট বক্সে লোকে লিখেছেন যে সকাল সকাল তিনি একজন শ্রোতার মৃত্যু কামনা করছেন তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত! না হলে একজন শিল্পী কি কখনো একজন শ্রোতার মৃত্যু কামনা করতে পারেন?
সুতরাং বোঝাই যাচ্ছে যে ক্ষমা চাইলেও এখনই জনরোষের হাত থেকে মুক্তি পাবেন না রূপঙ্কর! এই প্রসঙ্গে আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখার কথাটি উল্লেখযোগ্য, তিনি সকলকে আবেদন করেছেন রূপঙ্করকে নিয়ে এই ট্রোলিং বন্ধ করার জন্য, কারণ এই মুহূর্তে রূপঙ্কর দা যদি কিছু করে বসেন তাহলে আপনারা নিজেদের সামলাতে পারবেন তো? বলে প্রশ্ন তোলেন শ্রীলেখা।