ভাইরাল ভিডিও

‘কেকে টা কে? আমি কেকের থেকে অনেক বেশি ভালো গান গাই’! গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্যে সমালোচনার ঝড়, ভাইরাল ভিডিও

অনেক সময় দেখা যায় মানুষের কথার ভুল ব্যাখ্যা করা হয়, কেউ হয়তো এক কথা বলল লোকে অন্য কথা বুঝল। ঠিক এমনটাই ঘটেছে রূপঙ্কর বাগচীর ক্ষেত্রে। তার কথা সম্পূর্ণ ভূল ব্যাখ্যা করেছেন তার অনুরাগীরা। এই দিন সোমবার দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠানে বলিউডের কে কে এসেছিলেন গান গাইতে। তাকে নিয়ে বাংলার অনুরাগীদের উল্লাস দেখে রূপঙ্কর বলেছিলেন,“কে কে সত্যিই খুব ভালো গায়ক। কিন্তু ওর লাইভ ভিডিও দেখার পরে উপলব্ধি হলো কে কে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন বাংলার শিল্পীরা কোন অংশে কম নন। আমি, রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য্য আমরা সবাই কেকের থেকে ভালো গান গা‌ই।” এরপর তার এই মন্তব্যকে ঘিরে কাটাছেঁড়া করতে শুরু করেন মানুষজন। তার এই মন্তব্য শুনে তাকে কটাক্ষ করেন অনেকে।

আরও পড়ুন: ‘শিবলিঙ্গে দুধ ঢেলে নষ্ট করবেন না!’ আমির-করিনার পুরনো মন্তব্যের জেরে দেশজুড়ে বয়কটের ডাক ‘লাল সিং চাড্ডা’

একজন নেটিজেন এই কথা শোনার পরে তার উদ্দেশ্যে লিখেছেন,“আপনার প্রতি যাদের যে শ্রদ্ধাটুকু আছে সেটুকুও হারাবেন। ভাল থাকুন সুস্থ হয়ে উঠুন।” আর একজন আবার লিখেছেন, রূপঙ্কর হিংসুটে। কেউ আবার আরও একধাপ এগিয়ে গিয়ে লিখেছেন, “মিস্টার বাগচি আপনাকে বলছি শুনুন সবার প্রথমে একটা দশমিক বসান তারপরে একশটা শুন্য বসিয়ে একটা এক লিখুন। তারপরে একটা পার্সেন্টেজ চিহ্ন বসান। যে সংখ্যাটা দাঁড়ালো শতকরা সেই ভাগটুকু যদি আপনার যোগ্যতা থাকতো একজন শিল্পী হওয়ার, তাহলে আপনি এই কথাগুলো বলতে পারতেন না। আপনি পুরোপুরি ভাবে আত্মকেন্দ্রিক এবং হিংসুটে একজন মানুষ।”

এ বিষয় নিয়ে যখন মানুষের মধ্যে তার প্রতি ক্ষোভ ক্রমশ বাড়ছিলো তখনই একটি সাক্ষাৎকারে গায়ক এ বিষয়টি ব্যাখ্যা করেন। রূপঙ্কর বলেন,“কেকের প্রতি আমার কোন রাগ নেই। শুধু কেকে কেন অন্য কোনো ভাষার গায়ক বা গায়িকার প্রতি আমার অসূয়া ও নেই। আমার অনুরোধটুকুই কেউ বোঝেন নি। ফেসবুকে আমি বলেছি আপনারা মুম্বাই কে নিয়ে এত মাতামাতি করে যাচ্ছেন, দক্ষিণ ভারত কে দেখুন, পাঞ্জাব কে দেখে শিখুন, উড়িষ্যা কে দেখুন। বাঙালি হন। বাঙালি হন প্লিজ।”

আরও পড়ুন: কোয়েলের পর তারকা সাংসদ দেবের সুরেলা গান! ভাইরাল গানের ভিডিও দেখে কাঁদবেন না হাসবেন ঠিক করুন আপনি!

নিজের ভাষার শিল্প-সংস্কৃতির প্রতি সম্মান দেখাবার অনুরোধ করেছিলেন তিনি, কিন্তু বদলে তার কপালে জুটল কটাক্ষ। যদিও তাতে রূপঙ্করের কিছু যায় আসে না। তিনি স্পষ্ট বলেছেন,“ আমি জানি আমার এই বক্তব্য অধিকাংশ জন‌ই বোঝেননি‌। কিচ্ছু করার নেই মাথায় গোবর পোরা থাকলে এই অনুভূতি বুঝবেন কি করে!”

Related Articles

Back to top button