সাধারণ মানুষ কে মানুষ বলে ভাবেন না সালমান! ভক্তকে পাত্তা না দেওয়ার জন্য রীতিমতো তুলোধোনা করা হলো সালমান খানকে!

বলিউডের ভাইজান সলমন খান এমন একটি কাণ্ড ঘটালেন যে কারণে তাকে নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হলো। একটি ভাইরাল ভিডিওতে এমন একটি ঘটনা ঘটিয়েছেন সলমন যা দেখার পর বিরক্ত হয়েছেন তার ভক্তরাও। ভিডিওতে সলমনের করা আচরণের জন্য তুমুল সমালোচিত হলেন তিনি। সম্প্রতি IIFA অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য দুবাই যাওয়ার জন্য মুম্বাই বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ভাইজান। এই সময় ক্যামেরাম্যানরা তাকে ঘিরে ধরেন এবং সলমনের একজন ভক্তও সেখানে হাজির হন।
আরও পড়ুন: ‘আপনি অরিজিৎ সিং, কুমার শানু হতে পারেননি, আপনার দোষ’! রূপঙ্করকে তুমুল ট্রোল করলেন স্যান্ডি সাহা
সেই ভক্ত একটি ফটো ফ্রেম নিয়ে হাজির হয়েছিলেন সলমনের সামনে। তবে ভিডিওতে দেখা যায় নিজের ভক্তকে এতটুকুও পাত্তা দিলেন না ভাইজান। মুখে কিছু বলেননি সলমন, তিনি তার সাথে ফটো তোলেন, তবে ভিডিওতে সলমনকে নানান রকম অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছিলো যা দেখে বোঝা যাচ্ছিল, সেই ভক্তকে মোটেই পাত্তা দিচ্ছেন না তিনি। তার এই ভিডিও সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
তার এই ভিডিও দেখার পর একজন লিখেছেন, “ফ্যান আছেন বলেই আপনি আছেন আর তাদের সাথেই এমন ব্যবহার!” আরেকজন আবার লিখেছেন,“ আগে আপনাকে ভালো লাগতো তবে এমন কিছু কারণের জন্য আপনাকে এখন আর ভালো লাগেনা। ”
তবে আর একজন আবার লিখেছেন, সলমনের এই কাণ্ড ঘটনার পেছনে যথেষ্ট কারণ আছে, এটি আসলে চিন্তিত সলমনের চিন্তার প্রতিফলন।আসলে গ্যাংস্টার Lawrence Bishnoi যে গায়ক সিধু মুসেওয়ালা কে হত্যা করেছে, সে সলমনকেও হত্যা করার হুমকি দিয়েছিলো হরিণ হত্যাকাণ্ডে সলমনের নাম জড়ানোর সময়। যে কারণে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পর চিন্তিত সলমন তার বাড়ির সিকিউরিটি ডবল করে দিয়েছে।