ডান্স কুইন নোরা ফতেহীর সাথে মঞ্চে নাচতে গিয়ে একি বিপত্তি ঘটালেন ভাইজান! তুমুল গতিতে ভাইরাল সেই ভিডিও

প্রায় ষাটের কোঠায় ছুঁইছুঁই বয়স! এখনও দিব্যি কম বয়সী যুবকদের হার মানাতে পারেন তিনি, নিজের স্টাইল আর এনার্জি দিয়ে। এখনও পর্যন্ত একের পর এক সুপারহিট ছবির নায়ক তিনিও। এখনও চিনতে পারছেন না? বলিউডের ভাইজান সলমন খানকে ইঙ্গিত করা হচ্ছে। এবার সেই সল্লু ভাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে দর্শকরা হেসে গড়াগড়ি দেওয়ার জোগাড়। বিগ বসের মঞ্চ মানেই সালমান খান। মঞ্চে সঞ্চালনা হোক কি ডান্স সবেতেই মাতিয়ে দিতে পারেন তিনি এই বয়সেও। এবার সেই সল্লু ভাই কিনা পড়ে গেলেন স্টেজ থেকে, যে ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
রিয়েলিটি শো বিগ বস ১৪ এর ফাইনালে বহু তারকারা উপস্থিত হয়েছিলেন। বর্তমানে বলিউডের একেবারে হট অবতারে যাঁকে দেখা যায় সাথে সাথে যাঁর নাচ মঞ্চ নিমেষেই মাতিয়ে দিতে পারে সেই নোরা ফাতেহী হাজির হয়েছিলেন মঞ্চে। নোরার সেই বিখ্যাত নাচ , ‘গরমি ‘তে নাচ করতে শুরু করেন তিনি। তারপরেই সালমান খান আর স্থির থাকতে না পেরে তিনিও ব্লেজার খুলে নোরার সাথে নাচতে শুরু করেন। কিন্তু এই নাচই বিপত্তি হলো। নাচের সময় দুজনেই স্টেজের ওপর উপুড় হয়ে শুয়ে পড়েন।
তারপরেই ঘটে আসল ঘটনা। নাচের ভঙ্গিমাতেই আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে যান সালমান খান। তিনি কিছু বুঝে ওঠার আগেই গড়িয়ে পড়ে যান একেবারে নিচে। তবে ততক্ষনে অবশ্য নোরা নিজের নাচ বন্ধ করে খুব চেষ্টা করে চলেছেন সালমানকে স্টেজে তোলার জন্য। কিন্তু কোনো কাজ হয়নি সেই চেষ্টাতে। শেষমেশ সল্লু ভাই সিঁড়ি দিয়ে নিচে পড়েই গেলেন।
এই ভিডিও অতি দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আশেপাশে থাকা সমস্ত দর্শকরা এই ভিডিও দেখেই রীতিমতো হাসিতে গড়িয়ে পড়েছেন বলতে হয়। ভাইজানের যে শেষ পর্যন্ত এমন দশা ঘটবে একথা ভাবতে পারেননি তাঁরা কেউই। ভিডিওটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে সর্বত্র। তবে মঞ্চে যায় ঘটুক , ২০২৩ সালের ইদে সালমান খানের নতুন ছবি টাইগার ৩ আসতে চলেছে বলিউডের পর্দায়। এখন থেকে যা সাড়া ফেলে দিয়েছে অনুরাগীদের মধ্যে। মঞ্চে সল্লু ভাইয়ের এইভাবে গড়িয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটলেও অভিনয়ের ক্ষেত্রে কোনো খামতি রাখতে পছন্দ করেন না হিরো সালমান খান।
View this post on Instagram