ভাইরাল ভিডিও

“বাঘটাও ভাবছে এ কোথাকার অদ্ভুত প্রাণী?” – নাইটি পরে বাঘের খাঁচায় ঢুকে যান স্যান্ডি সাহা! আর তার পরের ঘটনা দেখেই ব্যঙ্গ করছেন নেটিজেনরা

বর্তমানে এমন কেউ নেই যিনি স্যান্ডি সাহার নাম শোনেননি। এই বাঙালি ইউটিউবার কিছুই বাদ রাখেনি। হঠাৎ হাজার তিনি এমন এমন ভিডিও করেন যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইউটিউব জগতের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি তারিখ সব কর্মকাণ্ডের মাধ্যমে। যদিও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রঙ্গ রসিকতার সাথে সাথে তিনি কিন্তু পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন তাঁর ইউটিউব চ্যানেল।

বিভিন্ন সময় তিনি বিভিন্ন পোশাকে বিভিন্ন দেহ ভঙ্গিমায় বিনোদন দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়াকে। সেটা পার্টওয়ার রাস্তায় ম্যানহোলের সাথে নাচ হোক, কখনো নাইটি পরে এয়ারপোর্টে হোক বা আবার কখনো গঙ্গু বাই সেজে কলকাতার বুকে। জনগণের নজর নিজের দিকে আকর্ষণ করতে ভালোই পারেন তিনি। যদিও মাঝে মাঝে তিনি এমন কিছু কাণ্ড করে বসেন যেগুলো দেখে মানুষের কিছুটা বিরক্তিও ধরে। না করলেও হয় এরকম কাণ্ড দেখে কটাক্ষেরও শিকার হতে হয় তাঁকে। এবার এরকমই একটি কান্ডতে প্রায় হেসে গড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।

কারণ বাঘ মামার সাথে মজার ভিডিও করতে গিয়ে নাস্তানাবুদ হতে হয়েছে স্যান্ডি সাহাকে। বিদেশীর মাটিতে এমন একটি জায়গা আছে। যেখানে চারিপাশে পূর্ণবয়স্ক বাঘ বা ছোট বাঘ থাকলেও মানুষ সেখানে অনায়াসেই প্রবেশ করতে পারে। আর এটা একদম বিশ্বাসযোগ্য ভাবে বলতে পারি যে সে বাঘ চুল পরিমান ক্ষতিও করবে না আপনার। এরকমই একটি জায়গায় গেলেন স্যান্ডি সাহা। নাইটি পরে বাঘের সাথে মজার ভিডিও করতে।

প্রথমে তো খাঁচার ভিতর ঢুকতে গিয়ে ভয়ে শিটিয়ে যাচ্ছিলেন স্যান্ডি। কিন্তু তারপর কোনক্রমে মনে বল রেখে ঢুকলেন সেই খাঁচায়। তিনি এটাও দেখালেন যে সেখানে বয়স্ক থেকে শিশু সকলেই বাঘের গায়ে হাত দিতে পারে। ছুঁয়ে দেখতে পারে সেই বাঘগুলিকে। কিন্তু সে বাঘগুলি ঘুরে তাদেরকে কিছুই করবে না। তারপরেই দেখা যাচ্ছে স্যান্ডি সাহা নাইটি পরে বাঘের লেজের কাছে গিয়ে বসেছেন। কিন্তু বাঘটি সাথে সাথে গর্জন গড়ে ওঠে। আর তাতেই ভয় পেয়ে ছুটে পালিয়ে আসেন স্যান্ডি।

আর এই ভিডিও হাতের কাছে পেয়েই হাসির রোল উঠেছেন এই দুনিয়ায়। কেউ কেউ বলেছেন, “বাঘটাও ভাবছে এ কোথাকার অদ্ভূত প্রাণী”, আবার কেউ লিখলেন “নাইটি বৌদি”। তবে বিদেশের মাটিতে বাংলা ভাষায় কথা বলায় বেশ প্রশংসিত হয়েছেন স্যান্ডি। আবার নাইটি পরে নিজেই নিজেকে বলছেন “নাইটি বৌদি”। এতে বেশ হাসি ঠাট্টা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Related Articles

Back to top button