নাইটি পরে মেলায় গিয়ে ছেলেধরা হয়ে গেলেন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং স্যান্ডি সাহা! মেলায় কি কাণ্ড ঘটালেন তিনি

বছর দুয়েক আগে ইন্টারনেট, নেটদুনিয়া এই শব্দ বন্ধ গুলোর সাথে এতটাও মানুষ পরিচিত ছিল না। হঠাৎ করেই ট্রেন্ডিং এ আসতে শুরু করেছে একের পর এক ঘটনা। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই আমাদের চোখে পড়ে একটার পর একটা ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিও গুলি নেটপাড়ায় ঘোরাফেরা করতে দেখা যায়। প্রচুর মানুষের চোখে পড়ে। ট্রেন্ডিংয়ে এর মাঝে সর্বত্র দেখা যায় স্যান্ডি সাহা কে। একসময় রিয়েলিটি শো রোডিজে গিয়েই বিখ্যাত হয়ে পড়েছিলেন স্যান্ডি সাহা। তারপর থেকে বাইরে বেরিয়ে এসে নিজের নানা মজার কীর্তি কলাপের দ্বারা তিনি সর্বদাই ভাইরাল হয়েই থাকেন।
আরও পড়ুন: সুপারহিট গায়ক হয়েও গান গাওয়া ছেড়ে ট্রেনের গার্ড হলেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর?
ইউটিউবে পোস্ট করা ভিডিও এবং ফেসবুকের ভিডিও গুলির মাধ্যমে প্রচুর মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। কিছুদিন আগেই বাজারে যাই ভাইরাল হয় সেই ট্রেন্ডে গা ভাসাতে দেখা যায় স্যান্ডিকে। কিছুদিন আগে বাদাম কাকু ভাইরাল হওয়ার পর , সারা গায়ে বাদাম নিয়ে ফটোশুট করতে দেখা গিয়েছিল। আবার খোদ পৌঁছে গিয়েছিলেন বাদাম কাকুর বাড়িতে গিয়ে , বাদামের মালা পরিয়ে বাদাম কাকুকে বিয়ে করার ভিডিও চরম ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির ভাইরাল হওয়ার পরেই সেই সাজেও দেখা গিয়েছিল স্যান্ডি কে।
স্যান্ডির ভিডিওতে নেটিজেনরা প্রচুর মজা পায় সেইসাথে ট্রোল হতেও হয় তাঁকে প্রচুর পরিমাণে। কিন্তু স্যান্ডি কাউকে কোনো পরোয়া করে না সে নিজের মতো করেই নতুন নতুন অবতারে ক্যামেরার সামনে আসতে বেশি পছন্দ করে। এবার স্যান্ডি সাহা এমন একটি ভিডিও শেয়ার করেছে যেখানে নাইটি পরে সে হাজির হয়েছে একটি মেলাতে। তবে এইবার প্রথম নয় বহু ভিডিওতেই দেখা গিয়েছে স্যান্ডি কে নাইটি অবতারে। এই ভিডিওতে নাইটি পরেই সারা মেলা ঘুরে, জমিয়ে সবার সাথে আড্ডা মেরে, নাগর দোলায় চেপেও নিয়েছে স্যান্ডি।
আরও পড়ুন: সলমনকে জঘন্য অভিনেতা আর শাহরুখকে প্রিয় অভিনেতা বলেছিলেন করিনা, কী ঘটেছিল তারপর?
ফেসবুকে এই ভিডিও শেয়ার করার সাথে সাথে নজর কেড়েছে সবার। ভিডিওতে প্রায় ১৩ লাখ ভিউজ হয়েছে ইতিমধ্যেই। সবাই যে ভিডিও দেখে রীতিমতো উচ্ছসিত হয়েছেন বেশ বোঝা যাচ্ছে। স্যান্ডি ক্যাপশনে লিখেছেন, ‘নাইটি পরে মেলায় গিয়ে ছেলে ধরা হয়ে গেছিলাম’। মেলায় দোকানে দোকানে গিয়ে কেনাকাটাও করে ফেলেছে স্যান্ডি। মেলায় গিয়ে ফুচকা না খেয়ে কি আর ফেরত আসা যায়। তাই সেই সুযোগ ছাড়েনি। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তুমুল শোরগোল পড়েছে নেট দুনিয়ায়। স্যান্ডি সাহার ভিডিও আর তা নিয়ে সরগরম হবে না তা কি হয় নাকি! এবারেও তেমনটাই ঘটেছে।