ভাইরাল ভিডিও

পাটায়ার রাস্তার পর এবার সমুদ্রের বীচে নাইটে পরে দৌড়ে বেড়াতে দেখতে পাওয়া গেল স্যান্ডি সাহাকে! নাইটি পরে দৌড়াদৌড়ি করছেন সমুদ্রের ধারে দেখে বিদেশীরাও তাজ্জব

বর্তমানে ইউটিউব জগতে বাংলার বেশ পরিচিত নাম স্যান্ডি সাহা। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ ভালোই নাম করেছেন তিনি। বর্তমানে হাতে স্মার্টফোন আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এমন কোন মানুষ স্যান্ডি সাহাকে চেনেন না এই ঘটনা হতেই পারে না। সোশ্যাল মিডিয়ার পাশাপাশিও তাঁকে দেখা যায় বিভিন্ন ধরনের কাণ্ড করতে।

কিন্তু যারা স্যান্ডি সাহাকে ফলো করে থাকেন তারা জানবেন স্যান্ডি সাহার মন কত বড়। তিনি প্রায়শই বিভিন্ন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই তাঁর নামে নিন্দা করার আগে এইটুকু মাথায় রাখা উচিত যে তিনি তাঁর কাজের জন্য যাই করুন না কেন মানুষকে সাহায্য করার জন্য সব সময় তিনি উপস্থিত থাকেন। এর থেকে বড় মনুষ্যত্ব আর কিছু হতে পারে না।

এই মুহূর্তে ইউটিউবার ঘুরে বেড়াচ্ছেন থাইল্যান্ডে। সেখানে রাস্তায় বসে নাইটি পড়ে নাচার ভিডিও এতক্ষণে সবাই দেখে ফেলেছেন। বলা বাহুল্য নাইটি কিন্তু তাঁর লেটেস্ট ড্রেস। তিনি তাঁর প্রথম ভিডিও বানিয়েছিলেন নাইটি পরেই। আর সেখান থেকে তিনি আজকে এই জায়গায়।

পাটায়ার ম্যানহোলের সামনের সেই নাচের পর এখন তাঁকে দেখা গেল পাটায়ার সমুদ্র বিচে। আর সেখানেই বিচের বালিয়াড়িতে নাইটি পড়ে দৌড়ে বেরিয়েছেন ইউটিউবার। এটাই স্যানডির প্রথম বিদেশ ভ্রমণ। আর সেখানে গিয়েই স্যানডির নাইটি পরে বিচে এমন দৌড়াদৌড়ি দেখে নিন্দুকেরাও স্বীকার করছেন যে দম আছে ছেলেটার।

Related Articles

Back to top button