ভাইরাল ভিডিও

Umbrella বানান ‘Amrela’ বলা ছাত্রীরা উচ্চমাধ্যমিকে ইংরেজিতে পাশ করানোর দাবি নিয়ে রাস্তায় ধর্নায় বসেছে! স্যান্ডি সাহার ট্রোলের মুখে এই ভিডিও!

কখনো কখনো দেখা যায় অযথাই কিছু মানুষকে নিয়ে সমালোচনা এবং ট্রোলিং করা হচ্ছে, আবার কখনো কখনো দেখা যায়, ট্রোলিং করার যথেষ্ট কারণ রয়েছে। ঠিক যেমন সাম্প্রতিককালে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ পাওয়ার পর কিছু অকৃতকার্য ছাত্রছাত্রীরা তাদের পাশ করানোর দাবিতে আন্দোলনে নেমেছেন। তাদের নিয়েই সম্প্রতি ট্রোল করেছেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা! একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি তার পেজ থেকে, সেই ভিডিওর ক্যাপশনে স্যান্ডি সাহা লিখেছেন, “umbrella বানান বলতে গিয়ে হেগে দিচ্ছে একে নাকি আবার ইংলিশে পাশ করাতে হবে কেউ এদের মুখে amrela ছুড়ে মার রে”-অর্থাৎ তার বক্তব্য যারা এই সামান্য ইংরেজি বানান টুকু জানে না তারা কীভাবে উচ্চমাধ্যমিকে ইংরেজিতে পাশ করানোর দাবি করতে পারে?

আরও পড়ুন: স্কুল যাচ্ছে ছোট্ট আদিদেব! মা সুদীপা রিল করলেন সেই মূহুর্ত! ভাইরাল হলো সেই ভিডিও

ভিডিওটিতে দেখা যাচ্ছে স্কুল পোশাকে অসংখ্য ছাত্রী রাস্তায় বসে আছে, তাদের হাতে লেখা প্ল্যাকার্ড আমাদের পাশ করাতেই হবে, আমাদের দাবি মানতে হবে। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইংরেজিতে আমব্রেলা বানানটি বলতে হোঁচট খায় তারা।

ভিডিওতে দেখা যাচ্ছে, ৬০ টা মেয়ে ইংরেজিতে ফেল করেছে তাদেরকে উচ্চ মাধ্যমিকে পাশ করাতেই হবে এই দাবিতে ধরনায় বসেছেন কিছু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। একজন পরীক্ষার্থী বলে, আমরা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানে সব বিষয়ে লেটার পেয়েছি কিন্তু ইংরেজিতে আমাদের ফেল করিয়ে দিয়েছে। আমাদের পাশ করাতে হবে এই দাবিতে আমরা বসেছি ধর্নায়।

আরও পড়ুন: ‘আমার জীবন আমার নিয়মে চলবে!’বারংবার সমালোচনায় বিরক্ত হয়ে ট্রোলারদের উদ্দেশ্যেই কি মোক্ষম জবাব দিলেন শ্রাবন্তী?

এরপর দেখা যায় একজন সাংবাদিক সেই মেয়েটিকে বলে Umbrella বানান বলুন, মেয়েটি তখন বলেন,“আপনারা কি এটা নিতে এসেছেন? এর পরে সে আমব্রেলা বানান বলে, ‘Amrela’” সাংবাদিক যখন তাদের আবার জিজ্ঞেস করেন, আমব্রেলা বানানা বলুন, তখন মেয়েটি বলে এই তো বললাম বলে আবার ভুল বানান বলে। শুধু সে কেন তার পাশে যে সমস্ত মেয়েরা বসে ছিল তারা কেউই ঠিক করে আমব্রেলা বানান টাও বলতে পারছে না অথচ তাদের আজব দাবি তাদেরকে ইংরেজিতে পাশ করাতে হবে!- এদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয়ে গেছে এবং হাসির খোরাক হয়ে উঠেছে।

Related Articles

Back to top button